Pakistan Blast (Photo Credits: X)

বেলুচিস্তান, ৯ নভেম্বরঃ রেল স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার, ৯ নভেম্বর সকালে পাকিস্তানের বেলুচিস্তানের (Balochistan) কোয়েটা রেলওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় ২১ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন ৩০ জনের বেশি। জানা যাচ্ছে, জাফর এক্সপ্রেসের জন্যে কোয়েটা স্টেশনে (Quetta Railway Station) অপেক্ষা করছিল যাত্রীরা। যাত্রীদের মধ্যে ছিল পাকিস্তান সেনাবাহিনীর একটি দল। ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মে আচমকাই ঘটে বোমা বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে কোয়েটার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে শুরু হয়েছে চিকিৎসা পরিষেবা। অতিরিক্ত ডাক্তার এবং চিকিৎসাকর্মীদের ডাকা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্ল্যাটফর্মে বিস্ফোরণের প্রভাব ট্রেন চলাচলের উপর পড়েছে। তবে সামগ্রিকভাবে রেল এবং যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। তবে স্থানীয় প্রশাসনে তরফে জনগণকে শান্ত থাকার অনুরোধ করা হচ্ছে।

ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মে আচমকা বিস্ফোরণ... 

ঘটনার দায় শিকার করেছে বালুচ লিবারেশন আর্মি। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে বিএলএ (BLA) জানিয়েছে, বিস্ফোরক হামলায় তাঁদের লক্ষ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মঘাতী বিস্ফোরণ।

উল্লেখ্য, নভেম্বরের শুরুতেই বালুচিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই হামলায় পাঁচ স্কুল পড়ুয়া সহ সাতজনের মৃত্যু হয়েছে।