Hafiz Abdul Rehman Makki (Photo Credit: X)

দিল্লি, ২৭ ডিসেম্বর: ফের বড় খবর পাকিস্তান থেকে। এবার মৃত্যু হল লস্কর-ই-তইবার কুখ্যাত জঙ্গি হাফিজ  আবদুল রহমান মাক্কির (Hafiz Abdul Rehman Makki)। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয় মাক্কি। হৃদরোগে আক্রান্ত হয়েই পাকিস্তানে তার মৃত্যু হয় বলে খবর। পাকিস্তানের সামা টিভির তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। লস্কর-ই-তইবার মাথা হাফিজ সাইদের (Hafiz Saeed) ভাই হল হাফিজ আবদুল রহমান মাক্কি। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিল পাকিস্তানি জঙ্গি। শুক্রবার হার্ট অ্যাটাক হয় মাক্কির। এরপরই তার মৃত্যুর খবর আসে। বাড়িতে থাকাকালীন মাক্কি হৃদরোগে আক্রান্ত হয়। অসুস্থ হয়ে পড়ার পর সঙ্গে সঙ্গে পাকিস্তানের (Pakistan) একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে খবর। সেখানেই তার মৃত্যু হয়।

পাকিস্তানের হাসপাাতালে মৃত্যু লস্কর জঙ্গির...

 

আরও পড়ুন: Masood Azhar Suffers Heart Attack: বড় খবর, মুম্বই হামলার মূল চক্রী মাসুদ আজাহারের হার্ট অ্যাটাক, পাকিস্তানে খোলামেলা চিকিৎসা জঙ্গি নেতার

এর আগে বৃহস্পতিবার কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাহার (Masood Azhar) হার্ট অ্যাটাকে আক্রান্ত বলে জানা যায়। আফগানিস্তানে থাকাকালীনই মুম্বই (Mumbai Attack) হামলার মূল চক্রী মাসুদ আজাহারের হার্ট অ্যাটাক হয় বলে খবর মেলে। হার্ট অ্যাটাক হলে মাসুদ আজাহারকে আফগানিস্তান (Afghanistan) থেকে পাকিস্তানে (Pakistan) নিয়ে যাওয়া হয়। আপাতত পাকিস্তানের একটি হাসপাতালেই কুখ্যাত জঙ্গি নেতা মাসুদ আজাহারের চিকিৎসা চলছে বলে খবর সূত্রের।

জানা যায়, আফগানিস্তানের খোস্ত প্রদেশে যখন মাসুদ আজাহার ছিল, সেই সময় হঠাৎ করেই জঙ্গি নেতার হৃদরোগ হয়। খোস্ত প্রদেশে মাসুদ আজাহারের হার্ট অ্যাটাক হলে, সঙ্গে সঙ্গে তাকে সে দেশ থেকে পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে,করাচির একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল মাসুদ আজাহারের চিকিৎসা করছে। ১৯৯৯ সালে ভারত থেকে মুক্তি করা হয় মাসুদ আজাহারকে। IC-814 নামে যে বিমানটিকে অপহরণ করা হয়, সেখানকার যাত্রীদের মুক্ত করতেই দাবি অনুযায়ী মাসুদকে মুক্ত করে দিল্লি।