পাকিস্তানে নিষিদ্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম (ছবিঃWikimedia Commons and pixabay)

নয়াদিল্লিঃ জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে পাকিস্তানে আগেই নিষিদ্ধ হয়েছিল সামাজিক মাধ্যম এক্স (X)। এ বার রমজানের (Ramadan) আগে (Youtube), হোয়াটসঅ্যাপ (Whatsapp), ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram)এবং টিকটকের (Tiktok) মতো সামাজিক মাধ্যমগুলি (Social Media) নিষিদ্ধ করতে চলেছে পাকিস্তান সরকার (Pakistan Government)। আগামী ১৩ থেকে ১৮ জুলাই পর্যন্ত রমজান মাস উপলক্ষে এই সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করা সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, ১৩ থেকে ১৮ জুলাই পর্যন্ত সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সুপারিশ দিয়েছে। সাম্প্রদায়িক সহিংসতা এড়াতে, ঘৃণাত্মক উপাদান এবং ভুল তথ্য নিয়ন্ত্রণ করতে বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতীয় নিরাপত্তার দোহাই দেখিয়ে পাকিস্থানে নিষিদ্ধ করে দেওয়া হয় ইলন মাস্কের এক্স নামক সামাজিক মাধ্যমকে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা এতে প্রশ্নের মুখে পড়ছে বলেও দাবি করা হয়।পাক সরকারের নির্দেশ না মানায় নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয় সরকারের তরফে। পাক সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এক্স কর্তৃপক্ষ পাকিস্তান সরকারের আইনি নির্দেশ মেনে চলছে না। অপব্যবহার রুখতে এই মাধ্যমটিকে দেশে নিষিদ্ধ করা হল।'