দিল্লি, ২৫ জুন: পাকিস্তানি সেনায় চাকরি সূত্রে তিনি ধরেছিলেন ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ধরে খবরের শিরোনামে উঠে আসেন পাক সেনার মেজর (Pakistan Army Major) মইজ় আব্বাস শাহ (Moiz Abbas Shah)। ওই সময় অভিনন্দন বর্তমানকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। যা নিয়ে প্রবল চাপের মুখ পড়তে হয় ইসলামাবাদকে। ভারতের কূটনৈতিক পদক্ষেপের জেরে শেষ পর্যন্ত বায়ুসেনার বীর জওয়ান অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) ছাড়তে বাধ্য হয় পাকিস্তান। যা নিয়ে ওই সময় প্রায় গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়।
অভিনন্দন বর্তমানকে গ্রেফতার করা পাক সেনার সেই মইজ় আব্বাস শাহকে হত্যা করা হল তাঁরই দেশের মাটিতে। তেহরিক-ই-তালিবান অর্থাৎ টিটিপি-র সঙ্গে গোলাগুলির সময় মেরে ফেলা হয় মইজ় আব্বাস শাহকে। মইজ় আব্বাস শাহর সঙ্গে পাকিস্তানি সেনার ল্যান্স নায়েক জিব্রান নামে আরও এক জওয়ানও নিহত হন বলে খবর।
তেহরিক-ই-তালিবানের (TTP) সঙ্গে লড়াই করতে গিয়েই মইজ় আব্বাসকে ভয়াবহভাবে হত্যা করা হয় বলে খবর। পাকিস্তানি সেনার সঙ্গে তেহরিক-ই-তালিবানের গুলির লড়াই শুরু হলে সেখানে হাজির হন মইজ় আব্বাস শাহ। ভয়ঙ্করভাবে তাঁকে হত্যা করে টিটিপি।
অভিনন্দন বর্তনমানকে গ্রেফতার করা পাক সেনার মেজরকে হত্যা করল টিটিপি...
Pakistani Major who claimed to have captured Wing Commander Abhinandan was killed
In South Waziristan’s Sargodha region, Major Moiz Abbas Shah of the Pakistan Army was killed in an attack carried out by the Tehrik-e-Taliban Pakistan (TTP).
Notably, Major Shah was the same… pic.twitter.com/U190vn1e9h
— Abhay Pandey (@abhaypandeyjour) June 25, 2025
প্রসঙ্গত তেহরিক-ই-তালিবানের সঙ্গে পাকিস্তানি সেনার গুলির লড়াই শুরু হলে, টিটিপির ১১ জনের মৃত্যুর খবর আসে। টিটিপির ১১ জনের মৃত্যুর পাশাপাশি পাকিস্তানি সেনার মেজর এবং ল্যান্স নায়েককেও নির্মমভাবে হত্যা করা হয় বলে জানা যায়।