Hafiz Saeed's 31 Years Jail: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ৩১ বছরের কারাদণ্ড
Hafiz Saeed Photo Credits: PTI/File

ইসলামাবাদ, ৮ এপ্রিল: ২০০৮ সালে মুম্বই হামলার (Mumbai Attack) মাস্টারমাইন্ড ও জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) প্রধান হাফিজ সইদের (Hafiz Saeed) ৩১ বছরের কারাদণ্ড। আজ এই সাজা শুনিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত।পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী জামাত উদ দাওয়া (Jamaat ud Dawa) প্রধান সইদকে দুটি মামলায় সাজা দেওয়া হয়েছে। তার যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে আদালত।

আদালতের আরও নির্দেশ, হাফিজ সইদ যে সমস্ত মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছে, তা দখল করা হবে। পাশাপাশি দিতে হবে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা। আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের স্টেশনে রাশিয়ার রকেট হামলায় নিহত বহু, পুতিন বাহিনীর বিরুদ্ধে তীব্র আক্রমণ জেলেনস্কির

২০২০ সালে হাফিজ সইদকে একটি সন্ত্রাসবাদে অর্থায়নের মামলায় একটি সন্ত্রাসবিরোধী আদালত ১৫ বছরের কারাদণ্ড দেয়।