ভেঙে পড়ল পাকিস্তান বিমানবাহিনীর F-16 যুদ্ধবিমান (Photo: Twitter)

ইসলামাবাদ, ১১ মার্চ: প্রজাতন্ত্র দিবসরে (Pakistan day) অনুশীলন চলাকালীন ভেঙে পড়ল পাকিস্তান বিমানবাহিনীর (Pakistan Air Force) একটি যুদ্ধবিমান। ভেঙে পড়া বিমানটি F-16 (F-16 aircraft) বলে জানা গেছে। বুধবার সকালে ইসলামাবাদের কাছে শাকারপারিয়ানে (Shakarparian) এই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তান বিমানবাহিনীর এক মুখপাত্র বলেছেন, "আমরা ক্ষয়ক্ষতি নির্ধারণ করছি। পাকিস্তান বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অ্যামেরিকার নির্মিত একটি F-16 বিমান 'পাকিস্তান দিবস'-র এয়ার শো এবং প্যারেডে অংশ নিয়েছে। আজ তার অনুশীলন চলছিল। সেই বিমানটিই ভেঙে পড়ে।

বিবৃতিতে বলা হয়েছে, "দুর্ঘটনাস্থানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।" যদিও বিমানের পাইলটের সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। তিনি ইজক্ট করতে সক্ষম হয়েছেন কি না তা জানা যায়নি। আরও পড়ুন: Coronavirus Outbreak: করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডোরিস, সংক্রমণ এড়াতে বন্ধ পার্লামেন্ট

পুলিশ এবং উদ্ধারকারী দল দুর্ঘটনার জায়গাটি ঘিরে রেখেছে, তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।