Pakistan People Watching TV (Representational Image) (Photo Credit: Twitter)

অবৈধ ভারতীয় চ্যানেল সম্প্রচারকারী কেবল টিভি অপারেটরদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করেছে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটর। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (Pakistan Electronic Media Regulatory Authority) কেবল টিভি অপারেটরদের সতর্ক করে বলেছে, তারা যেন অবিলম্বে অবৈধ বা নিষিদ্ধ ঘোষিত ভারতীয় কনটেন্ট সম্প্রচার বন্ধ করে দেয়। কেবল টিভি নেটওয়ার্কে বিতরণের জন্য পেমরা (PEMRA) লাইসেন্সধারী ছাড়া অন্য কোনো চ্যানেলকে অনুমতি দেওয়া হবে না। কর্তৃপক্ষের আইন অনুযায়ী কোনো ধরনের লঙ্ঘন হলে তা মোকাবেলা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বৃহস্পতিবার পেমরা জানায়, তাদের আঞ্চলিক কার্যালয়গুলো অবৈধ ভারতীয় চ্যানেল সম্প্রচারকারী কেবল অপারেটরদের লঙ্ঘনের খবরে এনফোর্সমেন্ট অভিযান চালায়। ডনের খবরে বলা হয়, শীর্ষ আদালতের পাশাপাশি পেমরার দেওয়া নির্দেশনাও লঙ্ঘন করা হয়েছে। Facebook: ফেসবুক ব্যবহারে জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক করার দাবি বাংলাদেশের মন্ত্রীর

করাচি আঞ্চলিক কার্যালয় বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন করে এবং ডিজিটাল কেবল নেটওয়ার্ক, হোম মিডিয়া কমিউনিকেশনস (প্রাইভেট) লিমিটেড, শাহজাইব কেবল নেটওয়ার্ক এবং স্কাই কেবল ভিশন নামে কেবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান চালায়। পাকিস্তানের হায়দরাবাদের অফিস থেকে ২৩টি কেবল অপারেটরে হানা দিয়ে অবৈধ ভারতীয় কনটেন্ট সম্প্রচারকারী আটটি নেটওয়ার্ক বাজেয়াপ্ত করা হয়েছে। সুকুরে হঠাৎ অভিযান চালিয়ে মিডিয়া প্লাস লারকানা ও ইউনিভার্সাল সিটিভি নেটওয়ার্ক লারকানা থেকে অবৈধ কনটেন্ট প্রচারের খবর পাওয়া যায়। মুলতান অফিস বাহাওয়ালনগর সিটি এবং কেবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান চালায় যারা অবৈধ কনটেন্ট প্রচার করছিল। অভিযানকালে পেমরার এনফোর্সমেন্ট টিম অবৈধ সরঞ্জামাদি জব্দ করে এবং আইন ভঙ্গকারীদের নোটিশ প্রদান করে।