ইসলামাবাদ: বুধবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে Pakista Tehet নিষিদ্ধ করার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে দাবি করেছিলেন শাহবাজ শরিফ মন্ত্রিসভার সদস্য ও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ (Pakistan Defence Minister Kwawaja)। আর বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেলে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধানের (Former Prime Minster & PTI Chief) বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা (Ban) জারি করেছে পাকিস্তান সরকার।
বৃহস্পতিবার পাকিস্তানের রাজনৈতিক অবস্থা সম্পর্কে খবর প্রকাশ করা পাকিস্তানের নিউজ পোর্টাল পাকিস্তান ডেলি সূত্রে খবর পাওয়া গেছে, ইমরান খানকে নো ফ্লাইং লিস্টে (No Fly List) অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়টি টুইটারে টুইট করার পরেই সাধারণ মানুষের কাছ থেকে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও বিষয়টি ঠিক না ভুল তা নিয়েই কিছুই জানানো হয়নি পাকিস্তান সরকারের তরফে।
পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। বুধবার খাওয়াজা আসিফ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার কথা যে বলেছে তা আসলে নাকি পাকিস্তানের অন্দর মহলের মনের কথা।
Former Pakistan PM Imran Khan added to no-fly list: Pak Media
Read @ANI Story | https://t.co/3SCKwq3ESo#Pakistan #ImranKhan #NoFly #PTI pic.twitter.com/PJkQH03hSi
— ANI Digital (@ani_digital) May 25, 2023