Acharya Satyendra Das Chief Priest of Ram Janmabhoomi Teerth Kshetra (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ক্রমে ভয়াবহ হচ্ছে বাংলাদেশের(Bangladesh)পরিস্থিতি। যা নিয়ে উদ্বেগে ভারত সহ গোটা বিশ্ব। আর এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেন অযোধ্য়ার রাম মন্দিরের (Shri Ram Janmabhoomi Temple)প্রধান পুরোহিত(Chief Priest) আচার্য সত্যেন্দ্র দাস( Das )। বাংলাদেশের সন্ত ও সংখ্যালঘুদের সুরক্ষা দিতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। সংবাদসংস্থা এএনআই দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, "বাংলাদেশে যা হচ্ছে তা মেনে নেওয়া যাচ্ছে না। হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছ। ভারত সরকারের কিছু করা উচিত।" সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের(Chinmoy Krishna Das) গ্রেফতারির নিন্দা করে তিনি আরও বলেন, "কোনও পদক্ষেপ না করা হলে বাংলাদেশের হিন্দুদের উপর এই অত্যাচার চলতেই থাকবে। পাকিস্তানে যা হয়েছে তা বাংলাদেশেও হবে। বাংলাদেশ সরকার এবং পুলিশের মদতেই সবটা হচ্ছে, যা একেবারেই ঠিক নয়।" প্রসঙ্গত, বিগত কিছু মাস ধরেই অগ্নিগর্ভ বাংলাদেশ। হাসিনা সরকারে পতনের পরই ওপারের সংখ্যালঘুদের উপর নানা আক্রমণ নেমে আসছে। সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে।

ওপারে সংখ্যালঘুদের উপর আক্রমণে উদ্বিগ্ন রামমন্দিরের প্রধান পুরোহিত