
দিল্লি, ১৩ মে: পাকিস্তানি সেনার (Pakistani Army) ১১ জন জওয়ান (Pak Jawan) নিহত। শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হল শেহবাজ় শরিফ সরকার (Shehbaz Sharif)। পহেলগাম হামলার পর অপারেশন সিদূঁর, ভারতীয় সেনা যখন একের পর এক প্রত্যাঘাত চালাচ্ছে, সেই সময় পাকিস্তানের ১১ জওয়ানের যেমন মৃত্যু হয়েছে, তেমনি ৭৮ জন আহত বলে খবর। পাক সেনার যে কর্মীরা আহত হন, তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশয়ান ঔরঙ্গজ়েব,সিনিয়র টেকনিশিয়ান নাজ়িব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবলং সিনিয়র টেকনিশিয়ান মুবাসির। পাকিস্তানের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে ১১ জওয়ানের মৃত্যুর খবর প্রকাশিত হয় তবে প্রকৃত সংখ্যা কত, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
গত ৭ মে অপারেশনব সিদূঁর শুরু করে ভারত। ভারতীয় বায়ুসেনা (Indian Army)পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে সেখানে গুঁড়িয়ে দেয় একের পর এক জঙ্গি ঘাঁটি। যার জেরে ১০০ এর বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে জানা যায়। ভারতীয় সেনার অপারেশন সিদূঁরের বিরুদ্ধে পাকিস্তান নিজেদের লড়াই শুরু করেছে। অর্থাৎ জঙ্গিদের লড়াইকে নিজেদের বলে মনে করে ইসলামাবাদ। ফলে নিজেদের পরিস্থিতির জন্য পাকিস্তান নিজেই দায়ি। এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোম রাতের জাতির উদ্দেশে ভাষণে।
ফলে পাকিস্তান যদি সোজা হয়ে দাঁড়াতে চায়, তাহলে সন্ত্রাসবাদীদের নির্মূল তাঁদের করতেই হবে বলেও প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) বলতে শোনা যায়।
এসবের পাশাপাশি অপারেশন সিদূঁর শুধুমাত্র স্থগিত করা হয়েছে। পাকিস্তান কিংবা তাদের মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠন যদি ভারতে হামলা চালায় বা চালানোর চেষ্টা চালায়, তাহলে তাদের নিঃশেষ করে দেওয়া হবে বলেও স্পষ্ট জানান প্রধানমন্ত্রী।