Justin Trudeau, Volodymir Zelenskky (Photo Credit: Instagram)

অ্যাডলফ হিটলারের ওয়াফেন এসএস ইউনিটের একটিতে দায়িত্ব পালন করা একজন ইউক্রেনীয় ব্যক্তিকে সম্মান জানানো হয় কানাডার পার্লামেন্টে। ৯৮ বছরের ওই ব্যক্তিকে কানাডার পার্লামেন্টে সম্মান জানানোর খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাশিয়া। নাৎসির সঙ্গে সম্পর্কিত ওই ব্যক্তিকে যেভাবে কানাডার পার্লামেন্টে সম্মান জানানো হয়, তা অত্যন্ত আপত্তিজনক বলে ক্ষোভ উগরে দেওয়া হয় ক্রেমলিনের তরফে।  কানাডার পার্লামেন্টের তরফে ওই ঘটনার পর ইহুদি জনগোষ্ঠীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নাৎসির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিকে যেভাবে সম্মান জানানো হয়, তা উদ্বেগ তৈরি করে।  নাৎসি জমানার ভয়াবহ স্মৃতিকে উসকে দেয় বলেও মন্তব্য করেন দিমিত্রি পেসকভ। অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাজিরায় যেভাবে অ্যাডলফ হিটলারের বাহিনীর এক সেনা কর্মীকে সম্মান জানায় কানাডা, তা নিয়ে বিরক্তি প্রকাশ করা হয় রাশিয়ার তরফে।