দিল্লি, ২২ ডিসেম্বর: গোটা বিশ্ব জুড়ে থাবা বসাতে শুরু করেছে ওমিক্রন (Omicron)। করোনার এই নয়া প্রজাতি কামড় বসিয়েছে বিশ্বের প্রায় ৩০টি দেশে। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে আতঙ্কের প্রহর শুরু হয়েছে। ওমিক্রন নিয়ে এবার বিশ্ববাসীকে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন বিল গেটস ( Bill Gates)। মাইক্রোসফটের কো ফাউন্ডার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্যুইট শেয়ার করেন।
বিল গেটস বলেন, করোনার প্রভাব কাটিয়ে যখন একটু একটু করে জীবন ছন্দে ফিরতে শুরু করে, সেই সময় মহামারীর সবচেয়ে খারাপ সময়ে হাজির আমরা। ওমিক্রন প্রায় প্রত্যেকের ঘরেই হানা দিতে পারে। আমার অনেক কাছের বন্ধু ওমিক্রনে আক্রান্ত। যার জেরে আমি আমার অনেক ছুটির পরিকল্পনা বাতিল করেছি।
Just when it seemed like life would return to normal, we could be entering the worst part of the pandemic. Omicron will hit home for all of us. Close friends of mine now have it, and I’ve canceled most of my holiday plans.
— Bill Gates (@BillGates) December 21, 2021
ওমিক্রন নিয়ে সতর্কতা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। জো বলেন, ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে আমেরিকা জুড়ে । ফলে প্রত্যেককে সাবধানে থাকতে হবে । কেউ যদি এখনও টিকা না নিয়ে থাকেন, তাহলে শিগগিরই তা নিয়ে ফেলুন । কারও টিকার পরপর দুই ডোজ নেওয়া সম্পূর্ণ হলে, তাঁরা বুস্টার নিন । এমনই আর্জি জানান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ।
মার্কিন (US) প্রেসিডেন্টের আশঙ্কা, যাঁরা এখনও টিকা নেননি, তাঁরা কোভিডের (COVID 19) কবলে পড়তে পারেন শিগগিরই । সামনেই কড়া শীতের মরশুম । এই শীতে ওমিক্রন মারাত্মক রূপ নিতে পারে । ফলে মৃত্যুর পরিসংখ্যানও ক্রমাগত বাড়তে পারে বলে আশঙ্কা মার্কিন প্রেসিডেন্টের । বাইডেনের কথায়, করোনা ভাইরাসের যে রূপ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা দেখেছেন, তা ভয়ঙ্কর । তাই করোনার সেই পুরনো রূপ যাতে আর কাউকে দেখতে না হয়, সে বিষয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলেও জানান জো বাইডেন । ফলে যাঁরা এখনও পর্যন্ত টিকার প্রথম ডোজ নেননি, তাঁরা যাতে শিগগিরই নিয়ে নেন, সে বিষয়ে আবেদন জানান বাইডেন । পাশাপাশি যাঁদের টিকার পরপর দুই ডোজ সম্পূর্ণ, তাঁরা বুস্টার নিন বলেও আবেদন করেন মার্কিন প্রেসিডেন্ট ।