আলাস্কার একটি বিমানে ৬১ বছর বয়সী এক যাত্রী ভ্রমণের সময় প্রচুর মদ্যপান করার পর কেবিন ক্রুদের একজনকে জোর করে চুম্বন করেছেন বলে অভিযোগ উঠেছে। দ্য নিউ ইয়র্ক পোস্টের সম্ভাব্য কারণ হলফনামা অনুযায়ী, ডেভিড অ্যালান বার্ক নামে ওই যাত্রী ১০ এপ্রিল মিনেসোটা থেকে আসা বিমানে 'লেভেল ২ সিকিউরিটি থ্রেট' তৈরি করেছিলেন। জানা যায়, বার্ক প্রথম শ্রেণীর যাত্রী হওয়ায় তাকে মদ সেবনের অনুমতি দেয়া হয়। তবে বিমানে নিয়মের কারণে তাঁকে পানীয় দেওয়া হয়নি, যার ফলে তিনি 'অসম্ভব' হয়ে পড়েন। বিমানটি উড্ডয়নের পর, বার্ককে একই পুরুষ বিমান সেবক পরিবেশন করেছিলেন, যিনি পরে একটি হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। Sudan Clash: স্বস্তি! দেশ থেকে বিদেশি নাগরিকদের বেরিয়ে যেতে সাহায্য করতে রাজি সুদানের সেনাবাহিনী
বার্ক একটি চুম্বনের অনুরোধ করার আগে ফ্লাইট অ্যাটেনডেন্টকে প্রশংসা করার জন্য গ্যালিতে থেমেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। অগ্রিম প্রত্যাখ্যান করার পরে, বার্ক বিমান সেবকের ঘাড় ধরে, তার দিকে টেনে নিয়ে যান এবং তার ঘাড়ে চুম্বন করেন। এ ঘটনার পর ডেল্টা এয়ারলাইন্সের বিমানের কেবিনের পেছনে আশ্রয় নেন ওই ফ্লাইট অ্যাটেনডেন্ট। বাকবিতণ্ডার সময় বার্ক একটি ট্রেতে থাকা একটি থালা নষ্ট করে দিয়েছিলেন, যাতে ক্যাপ্টেনের জন্য খাবার রাখা ছিল। বিমানটি অবতরণের পর ঘটনার কথা জানাতে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জিজ্ঞাসাবাদের সময় বার্ক এফবিআই কর্মকর্তাদের বলেন, তিনি থালা নষ্ট কিংবা ফ্লাইট অ্যাটেনডেন্টকে চুম্বন করেননি বা নেশাগ্রস্ত ছিলেন না।