খার্তুম: অবশেষে যেন স্বস্তি পেলেন সুদানে (Sudan) আটকে থাকা পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকরা (foreign nationals)। শনিবার জানা গেল, গৃহযুদ্ধ বিদ্ধস্ত সুদান থেকে বেরিয়ে যাওয়ার (evacuation) জন্য ইচ্ছুক বিদেশি নাগরিকদের সাহায্য করতে রাজি হয়েছে সেদেশের সেনাবাহিনী। শুধু তাই নয়, সুদানের রাজধানী খার্তুমে (Khartoum) তাদের কর্তৃত্ব থাকার দাবি জানানো দুই পক্ষই বিদেশিদের দেশে ফেরাতে সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
সম্প্রতি সুদানের সেনাবাহিনীর (Sudanese Army) তরফে এই বিষয়ে একটি ঘোষণা করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে যে তারা সুদান থেকে বেরিয়ে যেতে ইচ্ছুক আমেরিকা (USA), ব্রিটেন (UK), ফ্রান্স (France) ও চিন (China)-সহ বিভিন্ন দেশের কূটনীতিবিদ (diplomats) ও নাগরিকদের (citizens) সাহায্য করতে রাজি আছে। খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া শুরু করা হবে।
এর আগে শুক্রবার সুদানের দ্রুত সহায়তা বাহিনী (Rapid Support Forces) তরফে ঘোষণা করা হয়, বিদেশি নাগরিকদের দেশে ফেরাতে সুদানের সমস্ত বিমানবন্দর (Airport) চালু করে আংশিকভাবে কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার থেকে সুদানে জেনারেল আবদেল ফাতায়া আল-বুরহানের নেতৃত্বাধীন সুদান স্বশস্ত্র বাহিনী (Sudan Armed Forces) ও মহম্মদ হামদান ডাগালোরর নেতৃত্বাধীন আধাসামারিক দ্রুত সহায়তা বাহিনী একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। শুক্রবার পর্যন্ত সুদানের রাজধানী খার্তুমে সেই যুদ্ধ চলছিল। তবে খুশির ঈদ পালনের জন্য দুপক্ষই তিনদিনের জন্য সংঘর্ষবিরতি করতে রাজি হয়। আরও পড়ুন: Argentina: আর্জেন্টিনায় ডেঙ্গু জ্বরে মৃত কমপক্ষে ৪০, আক্রান্ত ৬০ হাজারেরও বেশি
Sudan Army agrees to assist in evacuation of foreign nationals
Read @ANI Story | https://t.co/CWs0tLlK16#sudan #SudanNews #sudan_update pic.twitter.com/F7AhCaiNvF
— ANI Digital (@ani_digital) April 22, 2023