Photo ANI

ওআইসির সম্মেলনে এসে আমেরিকাকে চাঁচাছোলা ভাষায় আক্রমন শানালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইজরায়েল ও হামাসের এই যুদ্ধের প্রধান হোতা হিসেবে আমেরিকাকেই দায়ী করেন ইরানের প্রেসিডেন্ট।

তিনি জানান," মার্কিন যুক্তরাষ্ট্র মূল অপরাধী এবং সহযোগী এই কান্ডকারখানার, আমেরিকার অবাধ্য সন্তান এই ইজরায়েল।আমেরিকা তার সহযোগীতার মাধ্যমে বহু প্যালেস্তানীয় শিশুদের প্রাণ নিয়েছে। আমেরিকা দখলকৃত অংশে ইজরায়েলকে সাহায্য অস্ত্র সরবারহের মাধ্যমে সাহায্য করে অপরাধ সংগঠিত করতে সহযোগীতা করছে এবং নিস্পাপ শিশুদের হত্যার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষার কথা জানাচ্ছে। "

এছাড়াও তিনি জানান, "আমরা এখানে উপস্থিত হয়েছি ইসলামিক বিশ্বের বিষয়ে আলোচনা করতে। আমরা ইতিহাসে সবথেকে খারাপ বিষয়টি লক্ষ্য করছি।আজকের এই দিনটি আল আকসা মসজিদকে রক্ষা করার এবং সমর্থন করার গুরুত্বপূর্ণ দিন।"

সৌদি আরবের পক্ষ থেকে প্যালেস্তাইনে হওয়া এই সমস্যার জেরে জরুরী ভিত্তিতে সম্মেলন ডাকা হয়। ৭ অক্টোবর থেকে ইজরায়েলে হামলার পর থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। প্রচুর পরিমানে বোমা বর্যনের কারণে ইতিমধ্যেই বহু শিশু সহ প্যালেস্তানীয় মানুষ প্রাণ হারিয়েছেন এই হামলায়। তবে হামাসের পাশাপাশি অলিখিত ভাবে এই যুদ্ধে অংশগ্রহন করেছে হেজবোল্লাও। যুদ্ধ বন্ধ করার জন্য আরব বিশ্ব সহ আরও অনেকে দাবি জানালেও যুধ বন্ধ করার কোন সিদ্ধান্ত এখনও নেয়নি ইজরায়েল। এই যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে তা কি কোন বড় যুদ্ধে মোড় নিতে পারে? তা সময়ই বলবে।