The main road to Grindavík after a recent eruption.

Iceland Volcanic Eruption: অফিসে দেরি করে যাওয়ার কী কী কারণ হতে পারে? আপনার বস বা সহকর্মীকে বলতে পারেন, রাস্তায় জল দাঁড়িয়ে আছে, রাস্তার কাজ হচ্ছে, বা খুব ট্র্য়াজিক জ্য়াম। কিন্তু আইসল্য়ান্ডের বড় শহর গ্রিনদাভিকে থাকলে কোনও কাজে দেরিতে যাওয়ার আরও একটা কারণ হতে পারে। সেটা অন্তত ছবি দেখেই বুঝতে পারছেন। গোটা রাস্তার দখল নিয়ে নিয়েছে আগ্নেয়িগিরির লাভা। আইসল্যান্ড দেশটাই একবারে জাগ্রত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। এখানে আগ্নেয়গিরির জেগে ওঠা, কিংবা ভূমিকম্প আমাদের এখানে রোদ-বৃষ্টির মতই স্বাভাবিক ঘটনা। গতকাল আইসল্যাল্ডের গ্রিনদাভিকের এক আগ্নেয়গিরিতে অগ্নুতপাতের পর সেখানকার সবচেয় ব্যস্তততম আর বড় রাস্তার এই হালই হয় (দেখুন ছবি ও ভিডিওতে)।

দেখুন কীভাবে রাস্তা দখল হয়ে গিয়েছে আগ্নেয়িগিরির লাভায়

আইসল্যান্ডের সংবাদমাধ্যমে প্রকাশ, গ্রিনদাভিক শহরের কাছে সাম্প্রতিক আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে রেইকজানেসবায়ার সঙ্গে সংযোগকারী প্রধান সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সাধারণ যানবাহনের জন্য রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই অগ্ন্যুত্পাতটি ডিসেম্বর ২০২৩ থেকে শুরু হওয়া মোট নয়টি আগ্নেয়গিরি বিস্ফোরণের ধারাবাহিক অংশ। আইসল্যান্ডের আগ্নেয়গিরি কার্যকলাপ কেবল লাভা প্রবাহেই সীমাবদ্ধ নয়। অতীতে বজ্রপাতের কারণে প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতির ঘটনাও ঘটেছে।

দেখুন আইসল্য়ান্ডের ভয়াবহ জেগে ওঠা আগ্নেয়গিরি

জরুরি পরিষেবার কর্মীদের সাময়িকভাবে ওই ক্ষতিগ্রস্ত সড়ক ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, যা পরিস্থিতির গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলছে। আইসল্যান্ডের সড়ক ও উপকূল প্রশাসন জানিয়েছে, রাস্তাটির অবস্থা অত্যন্ত বিপজ্জনক ভূমিকম্প ও লাভা প্রবাহের কারণে সড়কে ফাটল ও কাঠামোগত ক্ষতি দেখা গেছে।