নয়াদিল্লি: উত্তর কোরিয়ার (North Korea) সৈন্যরা রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (North Korean Leader Kim Jong-Un) রাশিয়াকে সব ধরনের সমর্থন করে যাচ্ছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে 'আত্মঘাতী ড্রোন' (Attack Drone) যেভাবে ব্যবহার হচ্ছে, তার ভিত্তিতে কিম জং তাঁর দেশে বড় আকারে 'আত্মঘাতী ড্রোন' উৎপাদনের নির্দেশ দিয়েছেন। ড্রোনের ব্যাপক উৎপাদনের নির্দেশ দেওয়ার পর কিম জং উন সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়ানো এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ওপর জোর দেওয়া হয়। তিনি ‘আত্মঘাতী ড্রোন-এর পরীক্ষাও তদারকি করেন।
কিম জং উন এই ধরনের অস্ত্রকে সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র কেসিএনএ অনুযায়ী, (কিম) যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপক উৎপাদনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, পাশাপাশি সামরিক ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের ওপর জোর দিয়েছেন।
আত্মঘাতী এই ড্রোন হল বিস্ফোরক বহনকারী মনুষবিহীন ড্রোন। এগুলো গাইডেড মিসাইল হিসেবে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে উত্তর কোরিয়া এখন এই প্রযুক্তি ব্যবহার করতে চায়।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, অগাস্টে সরকারি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, এই ড্রোনগুলো দেখতে ইজরায়েলের তৈরি 'হারোপ', রাশিয়ার তৈরি 'ল্যান্সেট-৩' এবং ইজরায়েলের তৈরি 'হিরো ৩০'-এর মতো।