Kim Jong Un (Photo Credit: Instagram)

দিল্লি, ২৫ অক্টোবর: উত্তর কোরিয়ার (North Korea) বেলুন (Balloon) গিয়ে পড়ল দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার (South Korea) রাজধানী সিওলে যে রাষ্ট্রপতি ভবন রয়েছে, সেখানে গিয়ে পড়ে উত্তর কোরিয়ার বেলুন। উত্তর কোরিয়ার যে বেলুন দক্ষিণ কোরিয়ায় গিয়ে পড়ে, তাতে আবর্জনা ভর্তি করা ছিল। এই নিয়ে পরপর দুবার উত্তর কোরিয়ার নোংরা ভর্তি বেলুন গিয়ে পড়ল সিওলে। নোংরা ভর্তি থাকলেও ওই বেলুনের মধ্যে কোনও বিপজ্জনক জিনিস ছিল না বলে জানানো হয় সিওলের তরফে।

তবে ওই বেলুনের মধ্যে ছিল বহু লিফলেট। যেখানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি উন সাক ইওলকে যাতে সরানো হয়, তার ডাক দেওয়া ছিল। কী কারণে বার বার কিম জং উনের উত্তর কোরিয়া এই ধরনের কাজ করছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কে এখনও সুস্থিতি আসেনি। ফলে কিম জং উনের (Kim Jong Un) এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে তল্লাশি শুরু করেছে সিওল।