Missile (Photo Credit: File Photo)

দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া সদ্য শুরু হয়েছে। তার মধ্যেই আবার প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বৃহষ্পতিবার আইসিবিএম মিসাইল লঞ্চ করল উত্তর কোরিয়া। হয়োসং ১৭ নামের এই মিসাইল এখনও পর্যন্ত সবথেকে বড় ক্ষেপনাস্ত্র বলে জানা গেছে।

সরকারের তরফে শুক্রবার ছবি প্রকাশ করা হয়েছে যেখানে কিম জং উন এবং  তার মেয়ে ক্ষেপনাস্ত্র লঞ্চ হওয়ার সময় উপস্থিত ছিলেন।

কোরিয়ান উপসাগর এবং জাপানের মধ্যবর্তী স্থানে এই মিসাইল ছোড়া হয়।  দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নিউক্লিয়ার শক্তিধর উত্তর কোরিয়ার বিষয়ে আলোচনা করতে জাপানে একটি সামিটে যোগ দিতে যাচ্ছিলেন। ঠিক তার আগেই ছোড়া হয় মিসাইলটি।

উত্তর কোরিয়ার এই ক্ষেপনাস্ত্রের ওপর ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের তরফে নিষেধাজ্ঞা অনেকদিন আগে থেকেই জারি করা হয়েছে ।এবং এই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনের জেরে জাপান, আমেরিকা এবং দক্ষিন কোরিয়া নিন্দা জানিয়েছে।

যদিও কিমের তরফ থেকে দাবি, দুই কোরিয়ার মধ্যে টেনশন বাডা়নোর জন্য আমেরিকাই দায়ী।

এর পাশাপাশি উত্তর কোরিয়ার অন্যতম সামরিক সঙ্গী হিসেবে চিনও দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ানোর জন্য আমেরিকাকেই দায়ী করেছে।

হয়োসং ১৭ উত্তর কোরিয়ার সবথেকে বড় লিকুইড ফুয়েলড ক্ষেপনাস্ত্র। নিউক্লিয়ার ওয়ারহেড বহন করে এই ক্ষেপনাস্ত্র আমেরিকার যে কোন স্থানে আঘাত হানতে সক্ষম।

বৃহষ্পতিবার ক্ষেপনাস্ত্রটিকে পিয়ংইয়ং এয়ারপোর্ট থেকে উৎক্ষেপন করা হয়। রকেট ৬ হাজার ৪৫ কিলোমিটার উচু এবং ১০০০ কিলোমিটার দুরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।