US Military Drills in South Korea (Photo Credit: Dew/ Twitter)

সিউল, ২ ফেব্রুয়ারি: দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের 'কঠোরতম প্রতিক্রিয়া' নেওয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে উত্তর কোরিয়া। ইয়োনহাপ নিউজ এজেন্সির (Yonhap News Agency) খবর অনুসারে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন (Lloyd Austin) সিউল (Seoul) সফর করেন। সেখানে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান সামরিক হুমকিকে প্রতিহত করার জন্য এফ-২২ (F-22) এবং এফ-৩৫ (F-35) জেট নিয়ে আসা হয়। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতিকে বিপদ রেখার দিকে ঠেলে দিচ্ছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বৃহত্তর পরিসর ও সুযোগের যৌথ সামরিক মহড়ার মাধ্যমে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। Pakistan: ফেব্রুয়ারিতে গোটা দেশের জ্বালানি কেনার অর্থ নেই পাকিস্তানের হাতে? রিপোর্টে চাঞ্চল্য

এর আগে বৃহস্পতিবার, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়ার আয়োজন করে যেখানে মার্কিন বিমান বাহিনী থেকে বি-১বি (B-1B) স্ট্র্যাটেজিক বোমারু বিমান, পাশাপাশি এফ-২২ এবং এফ-৩৫বি স্টিলথ ফাইটার (Stealth Fighters) প্রদর্শন করা হয় যা উত্তর কোরিয়ার সামরিক হুমকির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রতিরোধ গড়ে তুলতে ওয়াশিংটনের 'ইচ্ছা ও সক্ষমতা'কে প্রমাণ করে।

উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির (Korean Central News Agency) এক বিবৃতিতে বলা হয়েছে, "এটি যুক্তরাষ্ট্রের বিপজ্জনক দৃশ্যপটের একটি স্পষ্ট অভিব্যক্তি, যার ফলে কোরিয়া উপদ্বীপকে একটি বিশাল যুদ্ধাস্ত্রাগারে পরিণত করা হবে এবং আরও গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত করা হবে।" বিবৃতিতে আরও বলা হয়, 'পরমাণু অস্ত্রের জন্য পরমাণু অস্ত্র এবং সর্বাত্মক সংঘাতের জন্য সর্বাত্মক সংঘাত' নীতির অধীনে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপে উত্তর কোরিয়া 'সবচেয়ে কঠিন প্রতিক্রিয়া' দেখাবে। উত্তর কোরিয়া বলেছে, 'সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তি'র মাধ্যমে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত।

উত্তর কোরিয়া গত বছরই প্রায় ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যা এক বছরে সবচেয়ে বেশি। আগামী ৮ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হতে পারে।