এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪৮ মিনিটে ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশসীমা পার হয়। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় এ তথ্য জানায়।উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনেও সতর্কতা জারি করা হয়।
North Korea fired another missile Thursday morning, prompting a rare alert from Japan's J-Alert emergency broadcasting system. The missile was over the Pacific Ocean as of 7:48 a.m, the government said. https://t.co/PxGAIyMZuk
— The Japan Times (@japantimes) November 2, 2022
JUST IN 🚨 Footage of siren sounding in Miyagi, Japan after North Korea fired a missile that splashed in the Pacific pic.twitter.com/WZ5rDy837D
— Insider Paper (@TheInsiderPaper) November 2, 2022
ক্ষেপণাস্ত্রটি ছোড়ার প্রায় ২৫ মিনিট পরে জাপানের কোস্ট গার্ড জানায় সেটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
North Korea fired a missile that flew over Japan towards the Pacific, reports AFP News Agency citing Japanese government
— ANI (@ANI) November 3, 2022
২ নভেম্বর(বুধবার) বিভিন্ন ধরনের অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছাকাছি এসে পড়ে। যার ফলে সতর্কতা জারি করা হয় দক্ষিণ কোরিয়ার দ্বীপ অঞ্চলে।
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর এমনিতেই জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বারবার সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চলছে তাঁরা। এমনকি কোনো ধরনের পূর্বসতর্কতা-আলোচনা ছাড়াই অন্য কোনো দেশের দিকে বা দেশের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়াটাও আন্তর্জাতিক রীতিনীতির সম্পূর্ণ লঙ্ঘন।