জাপানের দিকে ফের ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া (North Korea)। জাপানের (Japan) দিকে নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল ফের ছোঁড়া হয় কিম জং উনের সেনা বাহিনীর তরফে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই খবর প্রকাশ করা হয়। জাপানের দাবি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬.৫২ মিনিটে (স্থানীয় সয় অনুযায়ী) উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে একটি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়। জাপানের নৌবাহিনী লক্ষ্য করেই ওই মিসাইল ছোঁড়া হয়। তবে জাপানের নৌবাহিনীর কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানায়। এই নিয়ে চলতি বছরে পরপর ৩বার মিসাইল ছোঁড়া হয় উত্তর কোরিয়ার তরফে। যা নিয় জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়াও উদ্বিগ্ন বলে রিপোর্টে প্রকাশ।
আরও পড়ুন: North Korea: জাপানের সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না উত্তর কোরিয়া, জানালেন কিমের বোন
সম্প্রতি উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের বোন একটি ঘোষণা করেন। যেখানে তিনি জানান, উত্তর কোরিয়া কোনও ধরনের সম্পর্ক জাপানের সঙ্গে রাখবে না। জাপান চাইলেও উত্তর কোরিয়া ফুমিও কিসিদার দেশের সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না বলে স্পষ্ট জানানো হয়।