দেশের সেনা বাহিনীকে দিয়ে এবার আর্টিলারি ফায়ারিং ড্রিল পরিচালনা করেছেন উত্তর কোরিয়ার (North Korea) একনায়ক কিম জং উন। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ-র তরফে শুক্রবার এই খবর প্রকাশ করা হয়েছে। আর্টিলারি ফায়ারিং ড্রিলের এই মহড়ায় সীমান্তের কাছাকাছি ইউনিটগুলিকে রাখা হয়েছে। শত্রু দেশ যাতে কোনওভাবে উত্তর কোরিয়াকে আঘাত করতে না পারে, তার জন্য সীমান্তের কাছে এই ড্রিলগুলিকে রাখা হয়েছে। যুদ্ধ প্রতিরোধের জন্যই এই নয়া সামরিক মিশন শুরু করা হয়েছে বলেও মন্তব্য করা হয় কিম জং উনের দেশের তরফে।
আরও পড়ুন: North Korea: কিম-কন্যার নামের সঙ্গে মিল হবে না কোনও মেয়ের, নয়া নির্দেশ উত্তর কোরিয়ায়
এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ-এর তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে লোহিত সাগরের দিকে একাধিক রকেট লঞ্চার শেল এবং স্বয়ংক্রিয় কামান ছোঁড়ে। যা নিয়ে ফের দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়াতে শুরু করেছে।