সিওল, ২৫ মে: উত্তর কোরিয়া (North Korea) বুধবার ভোরে জাপান সাগরের দিকে তিনটি ব্যালিস্টিক মিসাইলের (Ballistic Missiles) পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজ একথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) প্রথম এশিয়া সফর শেষ করে দেশে ফেরার ঠিক একদিন পরই মিসাইলের পরীক্ষা চালান উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে বলেছে যে তারা সুনান এলাকা থেকে ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ শনাক্ত করেছে। জাপানের কোস্টগার্ডও সম্ভাব্য ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণের বিষয়ে জাহাজ ও নৌকাগুলিকে সতর্ক করে দিয়েছে। আরও পড়ুন: Texas School Shooting: টেক্সারের স্কুলে বন্দুকবাজের গুলিতে নিহত ১৮ পড়ুয়া সহ ২১ জন
#NorthKorea fired three ballistic missiles toward the East Sea, #SouthKorea's military said, just a day after US President #JoeBiden (@POTUS) wrapped up his Asia trip highlighting America's security commitment to Seoul and Tokyo.
Photo: IANS (Representational image) pic.twitter.com/0q2Xo0CUGO
— IANS (@ians_india) May 25, 2022
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেছেন, উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করার চেষ্টা করছে টোকিও। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মিসাইল উৎক্ষেপণের বিষয়ে আলোচনার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন।