Trump UN Speech 2025. (Photo Credits:X)

Nobel Peace Prize 2025 Announcement : একটু পরেই, আজ শুক্রবার দুপুরে ঘোষিত হতে চলেছে নোবেল শান্তি পুরস্কার জয়ীর নাম। গোটা দুনিয়া এবারের নোবেল শান্তি পুরস্কারের দিকে তাকিয়ে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবার নোবেল পুরস্কার জেতার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছেন। ট্রাম্পের দাবি, তিনি যেহেতু ভারত-পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট ৭টি যুদ্ধ থামিয়েছেন, তাই এবার তাঁকে নোবেল দিতেই হবে। আর সেটা না হলে মার্কিন প্রেসিডেন্ট যে অস্কার কমিটির ওপর আক্রমণের সুর সপ্তমে তুলবেন সেটা একেবারে প্রত্যাশিত। এভাবে এর আগে কোনও দেশের রাষ্ট্রপ্রধানকে নোবেল জেতার জন্য এতটা মরিয়া হতে দেখা যায়নি।

পাকিস্তান, ইজরয়েল সহ বিশ্বের বেশ কিছু দেশ ট্রাম্পের অস্কার জয়ের পক্ষে সওয়াল করেছে। এ কথা সবার জানা, তাঁর অধরা মাধুরী নোবেল জয়ের জন্য ট্রাম্প এবার জান লড়িয়ে দিচ্ছেন। তাই ট্রাম্পের জন্য এবার নোবেল শান্তি পুরস্কারের ঘোষাণাটা আলাদা মাত্রা পয়ে গিয়েছে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প-ও একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনিত হলেও, শেষ পর্যন্ত জিততে পারেননি। মূলত মধ্যপ্রাচ্য ও কোরিয়ান উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন, যদিও তিনি এখনও পর্যন্ত পুরস্কার পাননি।

এক নজরে দেখে নেওয়া যাক এবারের নোবেল শান্তি পুরস্কার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

এবার নোবেল শান্তি পুরস্কার জয়ীর নাম কবে, কোথায় ঘোষণা করা হবে?

নোবেল সপ্তাহের শুরুতেই বিশ্বজুড়ে নজর এখন নরওয়ের রাজধানী ওসলোয়। আজ, শুক্রবার (১০ অক্টোবর), ঘোষণা করা হবে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম। নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার দেয়।

কখন ঘোষণা হবে?

নোবেল শান্তি পুরস্কার ২০২৫ ঘোষণা করা হবে শুক্রবার ভারতীয় সময় দুপুর ২.৩০-এ (IST)।

এবার নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নে কতজন রয়েছে।

এ বছর মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা শান্তি পুরস্কারের দৌড়ে রয়েছেন।

মনোনয়ন প্রাপ্তদের পুরস্কারজয়ীদের তালিকায় কারা এগিয়ে

২০২৫ নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে রয়েছেন বিভিন্ন দেশ ও ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তালিকা থাকা ফেভারিটদের নাম- ডোনাল্ড ট্রাম্প (Donald Trump): (মার্কিন যুক্তরাষ্ট্র), পোপ ফ্রান্সিস (Pope Francis) — (ভ্যাটিকান / আর্জেন্টিনা), ইলন মাস্ক (Elon Musk): (দক্ষিণ আফ্রিকা / মার্কিন যুক্তরাষ্ট্র), ইমরান খান (Imran Khan): (পাকিস্তান), ফ্রান্সেসকা আলবানিজ (Francesca Albanese): (ইতালি), ইভান আলেক্সিয়েভ (নয়েজ এমসি / Noize MC): (রাশিয়া), এলিজাভেতা গির্দিমোভা (মনেটোচকা / Monetochka): (রাশিয়া), ইসা আমর (Issa Amro): (ফিলিপিন্স), জেফ হ্যালপার (Jeff Halper): ইজরায়েল / মার্কিন যুক্তরাষ্ট্র), মাহরাং বালোচ (Mahrang Baloch): (পাকিস্তান), চাও হ্যাং-তুং (Chow Hang-tung): (হংকং), আর্ভিন কটলার (Irwin Cotler): (কানাডা), ইওলান্তা ডুডা (Jolanta Duda): (পোল্যান্ড), ইলহাম এহমেদ (Îlham Ehmed): (সিরিয়া), শেরওয়ান শেরওয়ানি (Sherwan Sherwani): (সিরিয়া), আলেক্সেই গোরিনভ (Alexei Gorinov): (রাশিয়া), হাদা (Hada): (চিন)।

কে ঘোষণা করবেন বিজয়ীর নাম?

বিজয়ীর নাম ঘোষণা করবেন জরগেন ওয়াটনে ফ্রিডনেস, যিনি নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান।এই কমিটিতে রয়েছেন আরও চার সদস্য: বিদেশনীতি বিশেষজ্ঞ অ্যাসলে টোয়ে, প্রাক্তন নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী অ্যানে এঙ্গার, প্রাক্তন শিক্ষামন্ত্রী ক্রিস্টিন ক্লেমেট (Kristin Clemet),প্রাক্তন পররাষ্ট্রসচিব গ্রি লারসেন। প্রসঙ্গত,, এই পাঁচ সদস্যের কমিটি নিয়োগ করেছে ১৬৯ সদস্যবিশিষ্ট স্টোরটিং (Storting), যা নরওয়ের সর্বোচ্চ আইনসভা।

কীভাবে দেখা যাবে সরাসরি সম্প্রচার?

নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা সরাসরি দেখা যাবে নোবেল প্রাইজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ডোনাল্ড ট্রাম্প কি জিততে পারেন?

খুব সম্ভবত না। ডোনাল্ড ট্রাম্পের স্বঘোষিত যুদ্ধ থামানোর পদ্ধতি আর দাবি নিয়ে সন্দেহ আছে। যদিও  বিশ্বজুড়ে এখন জল্পনা, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গত কয়েক মাসে তিনি একাধিক যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটিয়েছেন, যার মধ্যে রয়েছে মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তের উত্তেজনাও। নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিয়েছে ,ইজরায়েল, পাকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মতো দেশ। সম্প্রতি ট্রাম্প বলেছেন,“মাত্র সাত মাসে আমি সাতটি ‘অশেষ যুদ্ধ’ বন্ধ করেছি। কেউ ভাবেনি এগুলো থামানো সম্ভব। কিছু যুদ্ধ চলছিল ৩১ বছর, কিছু ৩৬ বছর। আমি সব শেষ করেছি।”

নোবেল শান্তি পুরস্কার পাওয়া মার্কিন প্রেসিডেন্টরা

এখনও পর্যন্ত মোট চারজন মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার জিতেছেন। তাঁরা হলেন-১) থিওডোর রুজভেল্ট, ২) উড্রো উইলসন, ৩) জিমি কার্টার ও ৪) বারাক ওবামা।

নোবেল বিজয়ী কী পুরস্কার পাবেন?

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাবেন ড. আলফ্রেড নোবেলের প্রতিকৃতি সম্বলিত একটি পদক, যা ডিজাইন করেছেননরওয়ের ভাস্কর গুস্তাভ ভিগেলান্ড (Gustav Vigeland)। এর সঙ্গে থাকছে ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন ( ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি টাকার সমতূল্য)নগদ অর্থ।