প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ঢাকা: প্রবল বৃষ্টির (Heavy rain) সঙ্গে হচ্ছিল প্রচণ্ড বজ্রপাত (lightning strikes)। এর জেরে মাঠে চাষের কাজ করার (farmlands works) সময় ও গোরু চরানোর সময় মাত্র ২ ঘণ্টায় মৃত্যু (death) হল ৯ কৃষকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে (Bangladesh)। ৬টি উপজেলাজুড়ে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছিল রবিবার সকাল থেকে। এর সঙ্গে বজ্রপাত হচ্ছিল কিছুক্ষণ পরপরই।

আর এই কারণেই সুনামগঞ্জ জেলার উপজেলায় তিনজন, দোয়ারবাজারের দুজন এবং তাহিরপুর উপজেলার একজন বাসিন্দার মৃত্যু হয়। অন্যদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার একজন করে আর নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় একজনের মৃত্যু হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, আবহাওয়া দফতর থেকে আগেই ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু, এখন বোরো ধান কাটার মরসুম থাকায় বিভিন্ন গ্রামে কৃষকরা মাঠে কাজ করছিলেন। কেউ বা গোরু চড়াচ্ছিলেন। সেই সময়ই ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের জেরে মাত্র দু ঘণ্টার মধ্যে ৬টি উপজেলার ভিন্ন ভিন্ন জায়গায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর জখম হয়েছেন তিনজন। তাঁদের চিকিৎসা চলছে। আরও পড়ুন:  Credit Suisse: অধিগ্রহণের আগে ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে ৬৮ বিলিয়ন ডলার, ত্রৈমাসিক রিপোর্টে উঠে এল তথ্য