Nimisha Priya (Photo Credit: X)

দিল্লি, ১৬ জুলাই: কেরলের নার্স (Kerala Nurse) নিমিষা প্রিয়ার (Nimisha Priya) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিমিষা প্রিয়াকে কি শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলতে হবে? নাকি তাঁকে ক্ষমা করা হবে? বিদেশ মন্ত্রক (MEA) কি তাঁকে বাঁচাতে পারবে? এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এসবের মাঝে নিমিষার শাস্তি রদ কিছু সময়ের জন্য ইয়েমেনে (Yemen) পিছিয়ে দেওয়া হলে মুখ খোলেন কেরলের নার্সের হাতে খুন হওয়া তালাল আবদো মেহেদির দাদা আবদেলফাতাহ মেহদি। তিনি বলেন, নিমিষা দোষ করেছেন। তাই তাঁকে ক্ষমা করার কোনও জায়গা নেই। নিমিষা প্রিয়াকে শাস্তি পেতেই হবে বলে জোর গলায় দাবি করেন আবদেলফাতাহ মেহদি।

ইয়েমেনের ওই নাগরিক আরও বলেন,  নিমিষার কোনও ক্ষমা নেই। তাঁকে শাস্তি পেতেই হবে। খুন হওয়া তালাল আবদো মেহেদির দাদা নিমিষাকে নিয়ে ওই মন্তব্য করতেই, ফের চর্চা শুরু হয়েছে ভারতীয় নার্সের উপর ইয়েমেনের শাস্তির বিষয়টি নিয়ে।

প্রসঙ্গত বুধবারই নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল। তবে কিছু আইনি জটিলতায় তা আটকে যায়। ফলে হাতে আর কয়েকদিন মাত্র সময় পেয়েছেন নিমিষা প্রিয়ার পরিবার। তবে তালাল আবদোর পরিবারের শাস্তির হাত থেকে কেরলের নার্সকে বাঁচানো যাবে কি না, তা নিয়ে সন্দিহান বিদেশ মন্ত্রক।