দিল্লি, ৯ ফেব্রুয়ারি: করোনার (Corona) প্রকোপ কি কমে গিয়েছে? মহামারী (Pandemic) কি বিদায় নিয়েছে? এমন প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ফের সতর্কবার্তা দেওয়া হল। কোভিডবিধি মেনে চলুন, ওমিক্রনের পর হয়ত কোভিডের (COVID 19) এমন প্রজাতি হানা দেবে, যা আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। ফলে করোনা রুখতে প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।
করোনা মহামারী (Pandemic) ওমিক্রন প্রজাতির পর থেমে যাবে, এমন ভাবার কোনও কারণ নেই বলে জানানো হয়েছে হু-এর তরফে। ওমিক্রনের পর হয়ত করোনার এমন কোনও প্রজাতি আসতে চলেছে, যা আগের চেয়ে অনেক বেশি সংক্রামক। ফলে করোনা নিয়ে প্রত্যেককে সজাগ থাকতে হবে বলে গোটা বিশ্বকে সতর্ক করা হয়েছে হু-এর তরফে।
ফলে ডেল্টা বা ওমিক্রনের পর করোনার যে প্রজাতি আসছে, তা আগের চেয়ে অনেক বেশি সংক্রামক হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে হু-এর তরফে।