Benjamin Netanyahu (Photo Credit: Instagram)

নিই ইয়র্ক, ২৭ সেপ্টেম্বর: নিউ ইয়র্কে (New York) ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্যালেস্তিনীয়রা। রাষ্ট্রসংঘের (UN) বৈঠকের উদ্দেশে বেঞ্জামিন নেতানিয়হু নিউ ইয়র্কে পৌঁছলে, সেখানে তিনি যে হোটেলে ওঠেন, তার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্যালেস্তিনীয়রা (Palestine)। নিউ ইয়র্কের হোটেল লিওস রিজেন্সির বাইরে সে দেশে বসবাসকারী প্যালেস্তিনীয়রা পোস্টার হাতে বিক্ষোভ শুরু করেন। গাজায় যেবাবে হামলা শুরু করেছে ইজরায়েল, তার বিরুদ্ধেই বেঞ্জামিন নেতানিয়াহুর হোটেলের বাইরে শুরু  হয় বিক্ষোভ।

নিউ ইয়র্কে নেতানিয়াহুর হোটেলের বাইরে বিক্ষোভ প্যালেস্তিনীয়দের...

 

প্রসঙ্গত যার জেরে কয়েক হাজার মানুষের মৃত্যু হয় গাজায়। তেমনি গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করে। ফলে বহু মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি দিতে শুরু করেন।

গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে গোটা বিশ্ব জুড়ে আলোচনা শুরু হয়ে যায়। গাজায় যেমন খাবারের অভাবে ধুকতে শুরু করে মানুষ, তেমনি অপুষ্টিতে ভুগে শিশু মৃত্যুর খবরও প্রকাশ্যে আসতে শুরু করে। সবকিছু মিলিয়ে ইজরায়েলের হামলায় গাজায় বসবাসকারী মানুষের জীবনে আতঙ্ক নেমে আসতে শুরু করে।