Neurology World Cup (Photo Credit: X@NIMHANS_BLR)

প্রতি দুই বছর অন্তর একবার অনুষ্ঠিত হয় বিশ্বের স্নায়ুবিদ ও স্নায়ুবিজ্ঞানীদের সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন — World Congress of Neurology (WCN) । চলতি বছরে  দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত হয়েছিল ২৭তম World Congress of Neurology, যা আয়োজন করে World Federation of Neurology (WFN)। এই অধিবেশনে অংশগ্রহণ করে বিশ্বের বহু দেশ যেমন সহ নানাদেশের প্রখ্যাত স্নায়ুবিদ ও স্নায়ুবিজ্ঞানীরা।

এই সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক নিউরোকুইজ প্রতিযোগিতা “Tournament of the Minds”, যা বিশ্বব্যাপী পরিচিত “Neurology World Cup” নামে।স্নায়ুবিদ্যার জ্ঞান, রোগ বিশ্লেষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও দলগত নেতৃত্বের অনন্য পরীক্ষাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে বেঙ্গালুরুর প্রখ্যাত স্নায়ুবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান NIMHANS (National Institute of Mental Health and Neurosciences)-এর টিম “Garden City, NIMHANS, Bangalore, India”, যারা অসাধারণ পারদর্শিতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের মাধ্যমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন নিউরোলজি–এর আন্তর্জাতিক খেতাব জয়লাভ করে। দলটির নেতৃত্ব দেন বাংলার সন্তান ও নিমহ্যান্স বেঙ্গালুরুর গোল্ডমেডেলিস্ট ডা. এম. এম. সামিম, সহ-সদস্য ছিলেন ডা. টি. এ. সঙ্গীত, ডা. দেবজ্যোতি ধর, ও ডা. সাহিল মাথুর।

বিশ্বের বিভিন্ন দেশকে পিছনে ফেলে টিম NIMHANS India জয় করে Neurology World Championship Trophy।ট্রফিটি প্রদান করেন WFN-এর প্রখ্যাত অধ্যাপক ডা. রিচার্ড স্টার্ক ও ডা. নিকোলাস ডেভিস।আরও উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডা. চন্দ্রশেখর মেশ্রাম, যিনি WFN-এর ট্রাস্টি।এই অসামান্য সাফল্য নিমহ্যান্সের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছে এবং ভারতের স্নায়ুবিদ্যার জন্য এক গৌরবময় মুহূর্ত তৈরি করেছে।

নিমহ্যান্সের পরিচালক ডা. প্রতিমা মূর্তি ডা. এম. এম. সামিম ও তার দলকে অভিনন্দন ও সংবর্ধনা জানিয়ে বলেন — “এটি নিমহ্যান্সের নেতৃত্বে ভারতের এক ঐতিহাসিক জয়।”

প্রতিষ্ঠানের অন্যান্য অধ্যাপকবৃন্দ — ডা. প্রমোদ পাল, ডা. গৌরী দেবী ও অন্যান্য প্রখ্যাত স্নায়ুবিজ্ঞানীরাও দলটিকে আন্তরিক শুভেচ্ছা জানান।নিম্যান্স ব্যাঙ্গালোরের প্রাক্তন ডিরেক্টর Dr পি সতীশচন্দ্র বলেন, 'আমরা তোমাদের এই অসাধারণ সাফল্যে ভীষণ গর্বিত। তোমাদের দল নিমহ্যান্সকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছে!'

উল্লেখযোগ্যভাবে, ডা. এম. এম. সামিম এর নেতৃত্বে ভারত ২০২২ সালের Asian Neurology Quiz Championship-এ জাপান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ইরানকে পরাজিত করে এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল