নেদারল্যান্ডের (Netherland) হেগ (Hague) শহরে ভোররাতে অ্যাপার্টমেন্টে সাংঘাতিক বিস্ফোরণে। ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, শনিবার নেদারল্যান্ডের স্থানীয় সময়ে সকাল ৬টা ১৫ নাগাদ তিনতলা ওই অ্যাপার্টমেন্টে আগুন লেগে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের জেরে ভেঙে পড়েছে আবাসিক ভবনের একাংশ। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছেন অনেকেই।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলকর্মীরা। শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধারকাজের জন্যে ডাচ আরবান সার্চ অ্যান্ড রেসকিউ সার্ভিস একটি উদ্ধারকারী দল সেখানে মোতায়েন করেছে। উদ্ধারকারী দলে রয়েছে চারটি কুকুরও। তবে আংশিক ভেঙে পড়া ভবনটিতে উদ্ধার অভিযান চালানো বিপজ্জনক। কারণ যে কোন মুহূর্তে গোটা অ্যাপার্টমেন্টটি ভেঙে পড়তে পারে। ওই ভবনের আশেপাশে প্রায় ৪০টি বাড়ি থেকে আবাসিকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নেদারল্যান্ডের ওই অ্যাপার্টমেন্টটিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটার পরেই একটি গাড়িকে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। ওই গাড়িতে কে বা কারা ছিলেন? বিস্ফোরণের সঙ্গে তাঁদের কোন যোগ রয়েছে কিনা সেই তদন্ত করছে পুলিশ। স্থানীয় এক ব্যক্তি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরক কোন রকেট হামলার জেরে এমন বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
ঘটনার ভয়াবহতায় আতঙ্কতি ডাচ প্রধানমন্ত্রী ডিক শুফ এক্স হ্যান্ডেলে লেখেন, হেগের ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টটির ছবি দেখে তিনি মর্মাহত। বিস্ফোরণের শিকার হওয়া দুর্গতদের এবং ঘটনাস্থলে উদ্ধারকারীদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তিনি।