আর অপেক্ষা নয়। এবার কাতার থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খবরের চ্য়ানেল 'আল জাজিরা'পুরোপুরি বন্ধ করতে চলেছে ইজরায়েল। ইহুদির ওপর নোংরা আক্রমণ, ইজরায়েল বিরোধী একেপেশ প্রচার, হামাস জঙ্গিদের সাংবাদিক হিসেবে রাখা, ফ্রিল্যান্স সাংবাদিক সেজে আল জাজিরার সাংবাদিকদের গাজায় ইজারায়েল বাহিনীর ওপর হামলার অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহু তাদের দেশে আল জাজিরার সম্প্রচার পুরোপুরি বন্ধ করছেন। ইজরায়েলে আর থাকতে পারবে না আল জাজিরার-র কোনও প্রতিনিধিও।
গত ৭ অক্টোবর গাজা সীমান্ত পেরিয়ে হামাস জঙ্গিদের ইজরায়েলের সাধারণ মানুষের ওপর অত্যাচার, পণবন্দি করা, মহিলাদের ওপর নির্যাতনের ভিডিয়ো সবার আগে সম্প্রচারিত হয়েছিল আল জাজিরা-য়। নেতানিয়াহু প্রশাসনের অভিযোগে আল জাজিরার সাংবাদিক সেজে সেদিন কয়েকজন হামাস জঙ্গি ইজরায়েলে ঢুকেছিলেন।
দেখুন খবরটি
JUST IN - Netanyahu plans to shut down Qatar's Al Jazeera in Israel - Reuters
— Insider Paper (@TheInsiderPaper) April 1, 2024
আল জাজিরা-র ক্রমাগত রিপোর্টিংয়েই গাজায় ইজরায়েল বাহিনীর হামলায় সাধারণ মানুষের হাহাকার, মৃত্যু মিছিল, ধ্বংসস্তুপের ভিডিয়ো গোটা দুনিয়ার সামনে আসে।