Donald Trump, Benjamin Netanyahu (Photo Credit: Instagram)

Marco Rubio Gaza: গাজাকে পুরোপুরি হামাসের হাত মুক্ত করার ইজরায়েলের পরিকল্পনায় পাশে থাকার আশ্বাস দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আজ, সোমবার জেরুজালেমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র সঙ্গে একান্তে বৈঠক সারেন মার্কিন বিদেশ সচিব বা 'সেক্রেটারি অফ স্টেটস' মার্কো রুবিও। প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ রুবিও এদিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক সরে বলেন, গাজার মানুষের সুন্দর একটা ভবিষ্যত প্রাপ্য। আর সেটা একমাত্র সম্ভব হামাস মুক্ত গাজায়। আর এই হামাসকে নির্মুল করতে ইজরায়েল যে আক্রমণাত্মক নীতিতে নিয়েছে তার পাশে দাঁড়াবে মার্কিন প্রশাসন। তা সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য মার্কো রুবিও।

৭ অক্টোবর হামসের হামলার খেসারতই দিচ্ছে গাজা, বোজালেন রুবি

ইজরায়েলের প্রধানমন্ত্রীর অফিসে একান্ত বৈঠক সেরে মার্কিন বিদেশ সচিব রুবিও বলেন,"আমরা কিন্তু সবাই ভুলে গেছে গাজা সংকটের আসল কারণ। ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে থেকে এখনও ইজরায়েলের পণবন্দিরা হামাসদের কব্জায়। বর্বর পশুরা ইজরায়েলের নিরীহ মানুষদের ওপর হামলা চালিয়েছিল।"রুবিওর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্বদর্পে ঘোষণা করলেন, সম্প্রতি কাতারের মাটিতে তারাই হামাসের শীর্ষ কর্তার ওপর হামলা চালায়। ট্রাম্প প্রশাসনের বড় কর্তার বৈঠক শুরুর ঠিক আগেই গাজা সিটি-তে ৩২টি বাড়ি ধ্বংস করে ইজরায়েলের বোমারু বিমান।

জেরুজালেমে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বিদেশ সচিব মার্কো রুবিও

ইরানের পরমাণু অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ মার্কিন বিদেশ সচিবের

এদিন জেরুজালেমে বিদেশ সচিব মার্কো রুবিও কিপ্পাহ পরে নেতানিয়াহু-র সঙ্গে যান ‘ওয়েলিং ওয়াল’-এ। বেঞ্জামিন নেতানিয়াহু এই সফর সম্পর্কে মন্তব্য করে বলেন, "মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের দৃঢ় সম্পর্কের প্রমাণ।" কাতারে হামাস কর্তার ওপর সাম্প্রতিক হামলা নিয়েও দুজনের কথা হয়।

দেখুন ইরান নিয়ে কী বললেন রুবিও

ইরানের পরমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বললেন,"ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে তা গোটা দুনিয়ার কাছেই ঝুঁকির হবে। তাই এটি ঠেকাতে আমরা সবধরনের চাপ প্রয়োগের উপায় ব্যবহার করছি।" সঙ্গে রুবিও বলেন,"ইরানের কাছে দীর্ঘ-পরিসরের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা বিপজ্জনক, অঞ্চলের স্থিতিশীলতা এবং ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। আমরা আমাদের ইউরোপীয় মিত্রদের ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছি। আমরা ইরানের ওপর সর্বোচ্চ চাপ চালানো অব্যাহত রাখব।