ইজরায়েল হামাস যুদ্ধে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদামির পুতিনের (Vladamir Putin) সঙ্গে ফোনে কথা বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netaniyahu)। রবিবার দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষন কথা হয়। যেখানে ইজরায়েলি রাশিয়ান নাগরিকত্ব প্রাপ্ত বন্দিকে ছাড়ানোর ক্ষেত্রে রাশিয়ার প্রশংসা করেন নেতানিয়াহু। এর পাশাপাশি গাজা ভূখন্ড থেকে সমস্ত ইজরায়েলি পণবন্দিকে ফিরিয়ে আনার কথাও জানান তিনি।
৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এই প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বার্তালাপ সারলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধ বিরতি নিয়ে রাশিয়াও সরব ছিল যাতে কোনভাবেই কর্ণপাত করেনি ইজরায়েল। যদিও মার্কিন সমর্থন থাকার পরেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করার বিষয়টি রাজনৈতিকভাবে অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
এখনও পর্যন্ত এই যুদ্ধে ইজরায়েলের তরফে প্রাণ হারিয়েছে ১২০০ জন সেখানে প্যালেস্তানীয়দের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজারেরও বেশি।
Israeli Prime Minister #BenjaminNetanyahu spoke on the phone with Russian President #VladimirPutin for the first time since the raging war in Gaza broke out on October 7.
During the call on Sunday, Netanyahu appreciated the Russian effort to release an Israeli-Russian citizen… pic.twitter.com/USedQEaPcR
— IANS (@ians_india) December 11, 2023