কাঠমান্ডু, ১৩ জানুয়ারিঃ নেপালে ভয়াবহ পথ দুর্ঘটনা (Nepal Road Accident)। দুই ভারতীয় নাগরিকসহ অন্তত ১২ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। শুক্রবার রাতে মধ্য-পশ্চিম নেপালের ডাং জেলার ভালুবাংয়ে যাত্রী বোঝাই বাস উলটে পড়ে যায় নদীতে। গভীর রাতের দুর্ঘটনায় এখনও পর্যন্ত আট জন নিহতের পরিচয় জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুনঃ রাজাজি টাইগার রিজার্ভে দুর্ঘটনা, ২ বন বিভাগের রেঞ্জার সহ মৃত ৪, নিখোঁজ ১
দুর্ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে, যাত্রীবাহী বাসটি বাঁকের নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর (Kathmandu) দিকে যাচ্ছিল। ভালুবাংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজ থেকে উল্টে রাপ্তি নদীতে (Rapti River) পড়ে যায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'এখনও পর্যন্ত আমরা ৮ জন মৃত যাত্রীর পরিচয় জানতে পেরেছি। যার মধ্যে দুজন ভারতীয় নাগরিক'।
১২ জনের মৃত্যুর পাশাপাশি বাস দুর্ঘটনায় আরও ২২ জন যাত্রীর আহত হওয়ার খবরও নিশ্চিত করেছে পুলিশ। নিহিত দুই ভারতীয় নাগরিক হলেন বিহারের যোগেন্দ্র রাম (৬৭) এবং উত্তরপ্রদেশের মুনে (৩১)। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য লামাহি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।