কাঠমাণ্ডু, ৯ সেপ্টেম্বর: নেপাল (Nepal Protests) যেন শান্ত হচ্ছেই না। মঙ্গলবার সকাল থেকে নতুন করে বিক্ষোভ ছড়াতে শুরু করেছে রাজধানী শহর কাঠমাণ্ডুতে (Kathmandu)। দুর্নীতির (Corruption) অভিযোগে স্মারকলিপি জমা করতে যান আজ সকালে বিক্ষোভকারীরা। তাঁদের বাধা দিলে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের। আর সেখান থেকে উত্তেজনা নতুন করে ছড়াতে শুরু করে।
প্রসঙ্গত নেপালের পরিস্থিতি স্বাভাবিক করতে আজ সকাল থেকে কাঠমাণ্ডুতে কারফিউ জারি করা হয়। তবে সেই কারফিউ ফুঁড়ে নতুন করে কাঠমাণ্ডুতে বিক্ষোভ শুরু হলে, তা ফের জ্বলন্ত রূপ নেয়।
দেখুন মঙ্গলবার সকাল থেকে কাঠমাণ্ডুর পরিস্থিতি বিগড়োতে শুরু করে...
#WATCH | Nepal: Protesters chase and pelt stones at security personnel in Kathmandu, as the demonstrations turn violent.
Protesters are demonstrating against alleged corruption. pic.twitter.com/v4BYEd03Xe
— ANI (@ANI) September 9, 2025
মঙ্গলবার সকাল থেকে কাঠমাণ্ডুর ছবি দেখে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে নেপালের মানুষের মনে। মঙ্গল সকাল থেকে কাঠমাণ্ডুতে নতুন করে বিক্ষোভ, প্রতিবাদ শুরু হলে, তার উপর পূর্ণাঙ্গ নজরদারি করতে ড্রোন নামানো হয়। সেই ড্রোনের ছবি উঠে আসতে শুরু করে।
দেখুন কাঠমাণ্ডুর সেই ছবি...
#WATCH | Nepal: Drone visuals from the national capital city of Kathmandu as violent protests continue here over alleged corruption by the Government. pic.twitter.com/A2L10pqUXa
— ANI (@ANI) September 9, 2025
এদিকে নেপালের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেলে সর্বদলীয় বৈঠকের ডাক দেন সে দেশের প্রধানমন্ত্রী ওলি। আজ বিকেল ৬টা থেকে সর্বদলীয় বৈঠক বসবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। নেপালের এই কঠিন পরিস্থিতিতে প্রত্যেকে যাতে শান্ত থাকেন, সে বিষয়ে বার বার আবেদন করা হয় প্রধানমন্ত্রী ওলির তরফে।
দেখুন সর্বদলীয় বৈঠক নিয়ে কী জানালেন নেপালের প্রধানমন্ত্রী...
Nepal protest | Nepal PM K.P. Sharma Oli calls for an all-party meeting this evening.
“I am in dialogue with the relevant parties to assess the situation and find a meaningful conclusion. For that, I have also called an all-party meeting at 6 pm today. I humbly request all… pic.twitter.com/uddMH1IyBL
— ANI (@ANI) September 9, 2025