Nepal Protest. (Photo Credits:X)

KP Sharma Oli travel ban: বিপদ আরও বাড়ল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-র। তাঁর দেশ ছাড়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। মানে বাংলাদেশে বেনজির আন্দোলনের পর যেভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন, সেইরকম করার সুযোগ থাকছে না নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি-র সামনে। কাঠমান্ডুতে গত ৮ সেপ্টেম্বর গুলি চালানোর ঘটনা নিয়ে নেপাল তদন্ত কমিটির সুপারিশ করে প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি সহ শীর্ষ প্রাক্তন কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা করা হোক। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে 'গণহত্যা'র দায়ে জেল হতে পারে ওলির। যদিও ওলির দাবি তিনি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেননি। শোনা গিয়েছিল, গত ৯ সেপ্টেম্বর হিংসা, হত্য়া, গণ অভুত্থানের পর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন ওলি। কিন্তু সেই খবর ভুল বলে প্রমাণিত হয়। সম্প্রতি তাঁকে কাঠমান্ডুতে দেখা যায়।

ওলির গ্রেফতারির সম্ভাবনা বাড়ছে

গত ৮ সেপ্টেম্বরের কাঠমাণ্ডুতে ছাত্র-যুবদের আন্দোলনে গুলি চালানোর ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি সুপারিশ করে নেপালের অন্তবর্তীকালীন সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, প্রাক্তন স্বরাষ্ট্রসচিব গোকর্ণমণি দুয়াদি, প্রাক্তন জাতীয় তদন্ত দপ্তরের প্রধান হুতরাজ থাপা এবং প্রাক্তন কাঠমান্ডু জেলা প্রশাসক ছবি রিজালের ওপর বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হোক। পাশাপাশি, পূর্বানুমতি ছাড়া তারা যেন কাঠমান্ডু উপত্যকা ছাড়তে না পারেন, তাও নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। নেপালের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তদন্ত কমিটির সুপারিশে সম্মতি দিতে চলেছেন।

নেপালের গণঅভুত্থানে কী হয়েছিল

চলতি মাসের শুরুতে জেন জি আন্দোলনে নেপালের রাজনীতি কেঁপে ওঠার পর ওলি প্রধানমন্ত্রী পদ থেকে গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন। সেই থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। প্রথমে সেনা সুরক্ষায় রাখা হয় তাঁকে, এরপর একটি অস্থায়ী বাসভবনে তাঁকে সরিয়ে দেওয়া হয়। শনিবার সিপিএন-ইউএমএল দলের বৈঠকের পরই কাঠমান্ডুতে ফের কেপি শর্মা ওলিকে ফের দেখা যায়। ওলি ভক্তপুরে সিপিএন-ইউএমএল-এর ছাত্র সংগঠন রাষ্ট্রীয় যুব সংঘ আয়োজিত এক জনসভায় অংশ নেন। তরুণ সমর্থকদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টায় আছেন ওলি। আগামী মার্চে নেপালে সাধারণ নির্বাচন। তার আগে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে ওলি। নেপালে গত ৮ সেপ্টেম্বর কমপক্ষে ২১ জন আন্দোলনকারী নিহত হন, যাদের অধিকাংশের বয়স ৩০-এর নিচে। পরদিন আরও ৩৯ জনের মৃত্যু হয়।