Brazil Flood: ব্রাজিলে ভয়াবহ বন্যা প্রাণ কাড়ল কমপক্ষে ১০০ জনের, নিখোঁজ বহু
Brazil Flood (Photo Credit: Twitter)

রিও ডি জেনেরিও, ৩১ মে:  ভয়াবহ বন্যার (Flood) কবলে ব্রাজিল (Brazil)। গত এক সপ্তাহ ধরে টানা বন্যার গ্রাসে দক্ষিণ আফ্রিকার (South Africa) এই দেশ। গত এক সপ্তাহ ধরে বন্যার জেরে ব্রাজিলের একাধিক জায়গায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়। বন্যার সঙ্গে সঙ্গে ভূমি ধ্বসও দেখা দিয়েছে একাধিক এলাকায়।ফলে বন্যা এবং ভূমি ধ্বসের জেরে বহু মানুষ নিখোঁজ বলে খবর।

গত ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম পর্যন্ত ব্রাজিলের বাহিয়া অঞ্চল বন্যার কবলে পড়ে। ওই সময় উত্তর-পূর্ব ব্রাজিলের এই অংশের মানুষ ভয়াবহ অবস্থার পড়ে পড়েন।বাহিয়ায় বন্যার জেরে চলতি বছরের প্রথম দিকে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়।ফেব্রুয়ারিতে রিও ডি জেনেরিও বন্যার কবলে পড়ে। রিও ডি জেনেরিওতে বন্যার জেরে প্রায় ২৩০ জনের মৃত্যু হয় বলে খবর।

আরও পড়ুন:  Sidhu Moosewala: সিধু মুসওয়ালার মৃত্যুর পর খাওয়াদাওয়া ছেড়ে মনমরা গায়কের পোষ্য, দেখুন

জানুয়ারি, ফেব্রুয়ারির রেশ কাটতে না কাটতেই এবার ফের ব্রাজিলে ভয়াবহ বন্যায় ধুকছে মানুষ।