ভারত চাঁদে পৌছে গেল, জি ২০ সম্মেলন সফলতাপূর্বক সম্পন্ন করল আর পাকিস্তান (Pakistan) অন্যান্য দেশের কাছে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে নিজেদেরকে সচল রাখার জন্য। ভার্চুয়ালি নিজের দলে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই আফশোস শোনা গেল প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের (Nawaz Sharif) গলায়।
আলোচনাসভার বক্তব্য তিনি জানান,"বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এক দেশ থেকে আরএক দেশে যাচ্ছেন ফান্ডের জন্য ভিক্ষে চাইছেন। যেখানে ভারত চাঁদে পা রাখছে এবং জি২০ (G20) সম্মেলনে সারা বিশ্বের নেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন। কেন পাকিস্তান একই ধরনের বিষয় সম্পন্ন করতে পারছে না।এই ধরনের অবস্থার জন্য দায়ী কারা? "
প্রাক্তন প্রধানমন্ত্রী জানান পাকিস্তানে গরীবরা খাবারের জন্য কষ্ট করছেন। যারা আমাদের দেশের এই অবস্থা করেছেন তারাই দেশের সবথেকে বড় শত্রু।
১৯৯০ সালে ভারত অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু পরবর্তন এনেছিল সেই প্রসঙ্গও তোলেন নওয়াজ শরিফ।
তিনি বাজপেয়ী সরকারের প্রসঙ্গ তুলে জানান যে, যখন অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন বিদেশি ফান্ডে সঞ্চিত অর্থের পরিমাণ ছিল শুধুমাত্র কিছু বিলিয়ন ডলার। বর্তমানে তাদের বিদেশী মুদ্রার পরিমাণ পৌছেছে ৬০০ বিলিয়ন ডলারে।আর পাকিস্তানকে ১ বিলিয়ন ডলারের জন্য অন্যান্য দেশের কাছে হাত পাততে হয় বলে জানান তিনি।
বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের বেদনা আরও বাড়িছেয়েছে। এর পাশাপাশি পেট্রোলের দামও আকাশ ছোঁয়া।এই পরিস্থিতিতে নিজেদের দলের আলোচনা সভায় পাকিস্তানের দুর্দশা নিয়ে দুঃখ করতে দেখা যায় নওয়াজ শরিফকে।
India reached moon, hosted G20 Summit, we are begging for funds, laments former Pak PM Nawaz Sharif
Read @ANI Story https://t.co/w2UcbHYvgr#NawazSharif #Pakistan #India #G20Summit2023 #Chandrayaan3Landing pic.twitter.com/58WU79IYTm
— ANI Digital (@ani_digital) September 20, 2023