লাহোর, ২৫ অক্টোবর: গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Former Pakistan PM Nawaz Sharif)। গত সোমবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন রাতে তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাওয়ায় তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে গত বুধবার অসুস্থ হয়ে পড়েন নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজও (Nawaz Sharif Daughter Maryam Nawaz)। তাদের একই সঙ্গে হাসপাতালে থাকার নিদান দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan PM Imran Khan)। এমনটাই জানিয়েছেন পাঞ্জাব প্রদেশের রাজ্যপাল চৌধুরী মহম্মদ শারওয়ার (Punjab Province Governor Chaudhry Muhammad Sarwar)।
জিও নিউজের খবর অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শারওয়ার জানিয়েছেন, মরিয়ম ও শরিফকে একই সঙ্গে হাসপাতালে থাকবার নির্দেশ দিয়ে তাদের স্বাস্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী। অন্যদিকে, একটি সূত্র দাবি করছে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের (Punjab Chief Minister Usman Buzdar) সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী। তিনি তাকে নির্দেশ দেন বাবা ও মেয়ে যাতে একসঙ্গে থাকতে পারে সেই বিষয়ে। উল্লেখ্য, পিএমএল-এন সভাপতি (PML-N President) তথা শরিফের ভাই শাহবাজ শরিফ (Shahbaz Sharif) অভিযোগ করে ছিলেন তার দাদার স্বাস্থ্যের অবনতির কথা জানা সত্ত্বেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। দাদার কিছু হলে তার জন্য বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) দায়ী করার প্রচ্ছন্ন বার্তাও দিয়েছিলেন তিনি। আরও পড়ুন: Nawaz Sharif Health Update: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
দুর্নীতিতে (Scam) জড়িত থাকার অভিযোগে চলতি বছরই গ্রেফতার হন নওয়াজ শরিফ। তাকে পাকিস্তানের কোট লাখপতের জেলে (Kot Lakhpat Jail) রাখার নির্দেশ দেয় আদালত। চৌধুরী চিনি মিল মামলা থেকে আল-আজিজিয়া মামলায় দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাত বছরের সাজা হয়েছে তার। গত সোমবার রাতে তার প্লেটলেট কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধেয় তার শরীরের অবস্থা আরও খারাপের দিকে যায়। প্লেটলেটের সংখ্যা আরও কমে যায়। জীবন সংশয় দেখা দেয়। গত বৃহস্পতিবার চিকিৎসকরা জানান, তিনি থ্রোম্বোসাইটোপেনিক পার্পুরা (আইটিপি) -তে (Thrombocytopenic Purpura) ভুগছেন। তবে এক সপ্তাহের মধ্যেই সেরে উঠবেন তিনি। উল্লেখ্য, শরিফ কন্যা মরিয়মের বর্তমান ঠিকানাও এখন জেল। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলে রয়েছেন তিনি। বাবার অসুস্থতার কথা জানিয়ে সেদিন ১ ঘণ্টার প্যারোলে বেরিয়েছিলেন তিনি। তখনই রক্তচাপজনিত সমস্যায় অসুস্থ (Low Blood Pressure) হয়ে পড়েন তিনি।