নয়াদিল্লিঃ কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছিলেন, ৫০ দিনের মধ্যে রাশিয়া (Russia) যদি ইউক্রেনের (Ukraine) সঙ্গে সমঝোতায় রাজি না হয় তবে রাশিয়া ও তার বাণিজ্যিক বন্ধু দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এক্ষেত্রে রাশিয়ার যুদ্ধের ইঞ্জিনে তেল জোগানোর অভিযোগে ভারত-সহ কয়েকটি দেশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আমেরিকা। আর এবার এই ইস্যুতে কড়া হুমকি ন্যাটোর। ভারত-সহ তিন দেশকে ট্রাম্পের সুরেই হুঁশিয়ারি দিল জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট।
রাশিয়ার সঙ্গে বাণিজ্যের মাশুল দিতে হবে ভারতকে, এবার দেশের জন্য এল বড় হুমকি
বুধবার, মার্কিন সেনেটদের সঙ্গে বৈঠকের পর সরাসরি ভারতের নাম উল্লেখ করে রুট জানান, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে কঠোর অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হতে পারে ভারত, ব্রাজিল ও চিনকে। এই বিষয়ে রুট বলেন, "ভারতের প্রধানমন্ত্রী, চিনের প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রেসিডেন্ট, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, ওদের থেকে তেল ও গ্যাস কেনেন সেক্ষেত্রে আপনাদের উপর ১০০ শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে।" শুধু তাই নয়, ন্যাটো মহাসচিব আরও বলেন, "আপনারা জানেন মস্কোর ওই ব্যক্তি (ভ্লাদিমির পুতিন) শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে নেন না। দয়া করে ওঁকে শান্তি আলোচনায় বসার জন্য অনুরোধ করুন। মস্কোর উপর চাপ বাড়ান। নইলে এর প্রভাব পড়বে ভারত, চিন ও ব্রাজিলের উপর।"
ট্রাম্পের সুরে ভারত-সহ দুই দেশকে কড়া হুমকি ন্যাটোর
NATO secretary general Mark Rutte has issued a new warning to countries engaging in trade and business with Russia. Warning of 100 per cent tariffs and more sanctions, the NATO chief focused on India, China and Brazil as he called on the three countries to halt trade.
Read full… pic.twitter.com/KoiNWRt1d8
— Hindustan Times (@htTweets) July 16, 2025