সুনীতার মুখে বিজয়ের হাসি (ছবিঃX)

নয়াদিল্লিঃ অপেক্ষার অবসান। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস(Sunita Williams) এবং তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর(Barry Butch Wilmore)। বুধবার, ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ সুনীতাদের নিয়ে ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ। তাঁদের আনার জন্য সমুদ্রে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌ সেনা বাহিনীর বোট। এদিন মডিউল-সহ সুনীতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌ বাহিনী। এরপর হাইড্রোলিক পদ্ধতি ব্যবহার করে জাহাজে তোলা হয় তাঁদের। জাহাজে ওঠার পর ড্রাগন ক্যাপসুলের ভিতর থেকে একে একে বেরিয়ে আসেন সুনীতারা। ৯ মাস পর পৃথিবীর আলো দেখে হাসিমুখে অনুরাগীদের উদ্দেশে থামসআপ দেখান সুনীতা। এরপর স্থলভাগের উদ্দেশে রওনা দেয় জাহাজ। তাঁদের পরবর্তী গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার। সুনীতাদের নিরাপদে পৃথিবীতে ফেরার খবর জানিয়েছে নাসা।

 ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা এবং বুচ,

উল্লেখ্য, এদিন নাসার পিক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে নাসার উপ সহযোগী প্রশাসক জোয়েল মনটালবানো ও কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপক বিল স্পিচ বলেন, ‘‘নাসার গর্বের সঙ্গীরা নিরাপদ ভাবে পৃথিবীতে অবতরণ করেছেন। ৯ মাসে ৯০০ ঘণ্টারও বেশি সময় ধরে ১৫০টি বিষয়ের উপর গবেষণা সম্পন্ন হয়েছে।’’ জানা গিয়েছে, এখনই নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। আপাতত তাঁদের থাকতে হবে ক্রু- কোয়ার্টারে। সেখানে কয়েক সপ্তাহ ধরে চলবে নানা স্বাস্থ্য পরীক্ষা। তারপর পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ মিলবে। প্রসঙ্গত, গত বছরের জুন মাসে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ। মাঝে কেটে গিয়েছে ৯ মাস। নানা যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশেই আটকে থাকতে হয়েছিল সুনীতাদের।

মহাকাশ জয় করে ঘরে ফিরলেন সুনীতারা