নয়াদিল্লিঃ শীঘ্রই পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস(Sunita Williams) ও তাঁর সহকর্মী বুচ উইলমোর। ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী সুনীতা এবং উইলমোরকে পৃথিবীতে ফেরাতে মহাকাশে গিয়েছেন ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের(Space X) বানানো বিশেষ যান। তাতে চেপেই পৃথিবীর বুকে ফিরবেন সুনীতারা। সুনীতা ভারতীয় বংশোদ্ভুত। আর ভারতীয়দের জন্য শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। একদিন পরেই রয়েছে দিওয়ালি। আর এ বার মহাকাশে বসেই ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছা জানাতে ভুললেন না সুনীতা। আইএসএসের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে যাতে সুনীতা বলছেন, "এই প্রথম আমার অন্যরকম অভিজ্ঞিতা। ২৬০ মাইল দূর থেকে দিওয়ালি পালন করব। এবং আরও একবার মনে করব কীভাবে আমার বাবা আমাদের এ সব উৎসবের মাধ্যমে আমাদের মধ্যে ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেন।" অন্যদিকে সুনীতার সঙ্গী উইলমোর লেখেন, "স্কলকে জানাই দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন।" প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুন সহকর্মী ব্রুচ উইলমোরকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সুনীতা। ৮ দিনের সফরে আন্তির্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন তাঁরা। কিন্তু আচমকাই সুনীতাদের মহাকাশযানটি যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। আর সেইসঙ্গেই অনিশ্চিত হয়ে পড়ে সুনীতাদের ফেরা। গত ৬ জুই থেকে মহাকাশেই আটকে রয়েছেন সুনীতারা।
মহাকাশ থেকেই দীপাবলির শুভেচ্ছা জানালেন সুনীতা উইলিয়ামস
"Greetings from the ISS": NASA astronaut Sunita Williams extends wishes Diwali wishes from space
Read @ANI Story | https://t.co/eoggOdyyUe#SunitaWilliams #ISS #Diwali #NASA pic.twitter.com/RmrsW6Z5do
— ANI Digital (@ani_digital) October 28, 2024