Russia-Ukraine War: ইউক্রেনে রাশিয়ার 'ঘৃণ্য আগ্রাসন', পুতিনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ফ্রান্সের
Vladimir Putin (Photo Credit: Instagram)

দিল্লি, ১ অক্টোবর:  ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) আগ্রাসনের বিরুদ্ধে তোপ দাগলেন ফ্রান্সের রাষ্ট্রদূত এমানুয়েল লিনাইন।  ইউক্রেনের ৪  প্রদেশ দখলের পর রাশিয়া যেভাবে মস্কোর সঙ্গে তার অন্তর্ভুক্তির কথা ঘোষণা করে, তার তীব্র নিন্দা করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। এরপরই ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, দিল্লি এবং প্যারিসের উচিত একসঙ্গে আলোচনা করে মস্কোকে থামানো।  আলাপ আলোচনার মাধ্যমে যাতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে ইতি টানা যায়, সে বিষয়ে দিল্লির চেষ্টা করতে হবে বলে জানান ফ্রান্সের রাষ্ট্রদূত। ইউক্রেনের ৪ প্রদেশ, ডোনেৎস্ক, লুহানস্ক, জোপোরিজিয়া এবং খেরসন প্রদেশকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার যে প্রয়াস ভ্লাদিমির পুতিন শুরু করেছেন, তা অত্যন্ত ঘৃণ্য বলেও আক্রমণ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত।

শুক্রবার ক্রেমলিন উৎসবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, ডোনোৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন প্রদেশকে শিগগিরই রাশিয়ার অন্তর্ভুক্ত করা হবে। পুতিনের ওই ঘোষণার পর থেকেই বিশ্ব জুড়ে ফের তোলপাড় শুরু হয়েছে।

আরও পড়ুন:   Russia-Ukraine War: ইউক্রেনের ৪ প্রদেশ দখলের ঘোষণা, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক NATO-র

ইউক্রেনের ৪ প্রদেশ অন্তর্ভুক্তর জন্য রাশিয়া যে চেষ্টা শুরু করেছে, তা রুখে দিল বলে ডাক দেওয়া হয় ন্যাটোর (NATO) তরফে।