Najla Bouden Romdhane First PM Of Tunisia ( Photo Credits:twitter@amzadalamk)

তিউনিস, ৩০ সেপ্টেম্বর: বুধবার তিউনইসিয়ার প্রেসিডেন্ট কাইস সইদ নাজলা বোডেন রমধানেকেNajla Bouden Romdhane) প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করলেন। এই নাজলা বোডেন রমধানে হলেন তিউনিসিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী। নাজলা বোডেনকে প্রধানমন্ত্রীর পদে বসিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট সইদ বলেন, একটা ব্যাতিক্রমী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। তাই নতুন সরকার তৈরিতে আপনার উপরেই ভরসা রাখলাম।আমাদের দেশের ইতিহাসে আপনিই প্রথম মহিলা হিসেব সরকারের প্রধান পদে বসলেন।আমরা একযোগে কাজ করব।দৃঢ়তার সঙ্গে দেশ থেকে দূর্নীতি অশান্তি দূর করব।

সইদ আরও বলেন, আশাকরি আগামী কয়েকদিনের আপনার যাবতীয় কাজ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হবে। নতুন সরকারের প্রথম কাজ হবে দূর্নীতি দূর করা।জনগণের মৌলিক অধিকারকে সুরক্ষিত করা ও তাকে প্রমোট করা। এই তালিকায় পড়ছে স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন।

তিউনিসের জাতীয় ইঞ্জিনিয়ারিং স্কুলের একজন শিক্ষাবিদ হলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী। ১৯৫৮ সালে তিনি জন্মগ্রহন করেন।এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রোগ্রাম এক্সিকিউশন  অফিসার ও তিউনিশিয়ান মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন আ্যান্ড সায়েন্টিফিক রিসার্চের দায়িত্বে ছিলেন।