ব্যস্ত বিমানবন্দরে যাত্রীদের ভিড়। তারমধ্যে টিকিট কাটার লাইনে এক সন্দেহজনক মহিলা দায়িত্বে থাকা বিমানকর্মীর হাতে ধরিয়ে দিলেন একটি অচেনা ধরনের পাসপোর্ট। যাত্রীকে কোথাকার পাসপোর্ট প্রশ্ন করা হলে তিনি উত্তর দেশের নাম টরেঞ্জা (Torenza)। তিনি নাকি সেদেশের নাগরিক। এদিকে গোটা বিশ্বের মানচিত্র খুঁজে দেখলেও কোথাও এমন দেশের অস্তিত্ব পাওয়া যায়নিা। ফলে এই পাসপোর্ট ও রহস্যময়ী নারীকে ঘিরে সন্দেহ শুরু হয়। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে এই ঘটনার ভিডিয়ো।
এআই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়
যদিও ভালো করে খোঁজ নিয়ে যায়, ভিডিয়োটি আসলে এআই জেনারেটেড। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আমেরিকার নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। যেখানে ষাটোর্ধ্ব এক মহিলা টরেঞ্জার পাসপোর্ট নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। পরে অবশ্য জানা যায়, ভি়ডিয়োটি সম্পূর্ণরূপে ফেক। তবে কে বা কারা বানিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনাটি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।
দেখুন ভিডিয়ো
Authorities at JFK International Airport were left baffled when a woman arriving from Tokyo presented a passport issued by a nation called Torenza, a country that, according to all known records, maps, and databases, simply does not exist. pic.twitter.com/TLsxhIyHjs
— Politicia (@Politicia_09) October 11, 2025
কী বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ?
ভিডিয়োতে দেখা যাচ্ছে, মহিলা নাকি জাপান থেকে নিউইয়র্কে এসেছিলেন। ইতিমধ্যেই এই ঘটনাটি নিয়ে তোলপাড় পড়েছে সারা দেশ। এই ধরনের পাসপোর্ট ও বিমানবন্দরে কেউ দেখায়নি বলে দাবি জেএফকে বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও এই বিভ্রান্ত ছড়ানো ভিডিয়ো ইতিম্যোযেই সোশাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে।