মায়ানমারে নতুন নির্বাচন বিধি অনুযায়ী রেজিস্ট্রার না করানোর জন্য বাতিল হতে চলেছে আং সান সু কি দল। দ্য ন্যাশন্যাল লিগ ফর ডেমোক্রাসি , মায়ানমারে ৪০ টি দলের মধ্যে অন্যতম একটি দল যারা নতুন নির্বাচনী বিধি অনুযায়ী পুনরায় রেজিস্ট্রার করতে পারেনি।
জানুয়ারীতে সেনাবাহিনীর তরফে দেশের সমস্ত দলগুলিকে নির্বাচনের আগে নতুন করে রেজিট্র্রার করার জন্য সময় দেওয়া হয়েছিল ২ মাস। যদিও বিরোধী দলগুলির পক্ষ থেকে জানানো হয়েছিল এই নির্বাচন সঠিক হবেনা। এনএলডি-র তরফে এই নতুন নিয়মকে অবৈধ বলে দাবি করে তারাও ভোটে অংশগ্রহন করবে না বলে জানিয়ে দিয়েছেন।
নভেম্বর ২০২০ তারিখে পার্লামেন্টে নির্বাচনে জয়লাভ করে এনএলডি। যদিও এর ৩ মাসের মধ্যেই মায়ানমার সেনাবাহিনীর তরফে দেশের প্রশাসনের দখল নেওয়া হয়, এবং আন সান সু কি-কে গ্রেফতার করা হয়। নির্বাচনে প্রচুর কারচুপিকে সামনে দেখিয়ে এই পদক্ষেপ নেয় মায়ানমার সেনা।
বর্তমানে আং সান সু কি ৩৩ বছরের সাজা প্রাপ্ত।সেনাবাহিনীর আনা বেশ কিছু অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
জানুয়ারীতে ইউ এন সেক্রেটারি জেনারেলের তরফে মায়ানমারের নেত্রী আন সান সু কি কে মুক্তির দাবি জানানো হয়েছিল।
Myanmar military dissolves Aung San Suu Kyi's political party
Read @ANI Story | https://t.co/OsKj5pusln#Myanmar #MyanmarJunta #AungSanSuuKyi #NLD pic.twitter.com/unyEMkLeut
— ANI Digital (@ani_digital) March 28, 2023