মার্কিন মুলুক বন্দুকবাজ দুষ্কৃতী হামলা বেড়েই চলেছে। এবার বন্দুকবাজের হামলা আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রধান জায়গা রাজধানী ওয়াশিংটনের ব্যস্ততম অঞ্চল সিয়াটেলে। ওয়াশিংটনের এক ভিড়ে ঠাসা সুপার মার্কেটের বাইরে আচমকা বন্দুক হাতে ঘুরতে থাকা দুষ্কৃতী। তারপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। প্রাণে বাঁচতে মানুষ ছুটোছুটি শুরু করে।
বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর জখম ৬ জন। সুপার মার্কেটের এক নিরাপত্তারক্ষীর পেটে গুলি লাগায় ভর্তি হাসপাতালের আইসিইউ-তে।
দেখুন ভিডিয়ো
🚨#BREAKING: Multiple People have been Shot Inside and Outside of a Safeway Shopping Centerside
Currently multiple law enforcements and other emergency personnels are on the scene to a mass shooting as multiple people have been shot at a Safeway… pic.twitter.com/FanCtEd9Y3
— R A W S A L E R T S (@rawsalerts) July 29, 2023
গত মাসের গোড়ায় ওয়াশিংটন ডিসি-তে বেশ কয়েকজন বন্দুকবাজের আচমকা হামলায় ৯ জন প্রাণ হারিয়েছিলেন। বারবার বন্দুকবাজদের হামলায় রক্তে ভিজছে মার্কিন মুলুক। প্রশ্ন উঠছে মার্কিন প্রশসানের নীতি ও সাধারণ মানুষের নিরাপত্তা।