Donald Trump with Mukesh and Nita Ambani. (Photo Credits: X)

আর কয়েক ঘণ্টা পরেই আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গোটা দুনিয়ার নজর এখন ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানের দিকে। গোটা বিশ্ব থেকে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত, ধনকুবের শিল্পপতি, সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি, সেলেবরা উপস্থিত থাকবেন ট্রাম্পের শপথে।

প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আম্বানিদের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। আর ট্রাম্পের শপথে উপস্থিত থাকতে ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর নীতা আম্বানি। শপথের আগে বিশেষ ডিনারে (Pre-Swearing in dinner) ট্রাম্পের সঙ্গে দেখা গেলন আম্বানি দম্পতিকে। আম্বানিদের সঙ্গে হাসিমুখে ছবিও তুললেন এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রনেতা ট্রাম্প।

দেখুন ভিডিয়ো

শপথে ভারতের প্রতিনিধি বিদেশমন্ত্রী জয়শঙ্কর

এদিকে, ট্রাম্পের শপথে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শোনা যাচ্ছে শপথের পর ভারতে সফরে আসতে চলেছেন ট্রাম্প।

আম্বানি দম্পতির সঙ্গে ট্রাম্প

দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প

হ্যারিসকে হারিয়ে ফের প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প।