Monkeypox (Photo Credit: File Photo)

দিল্লি, ২৩ মে:  করোনার (Corona) রেশ কাটতে না কাটতে এবার আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কপক্স (Monkeypox) । ১১টি দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে পড়ে সতর্কতা জারি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে। ইজরায়েলের পর এবার মাঙ্কিপক্স ধরা পড়ল সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ায়। ফলে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে এই দুই দেশে। ইজরায়েল, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ায় মোট ১৫ জন মাঙ্কিপক্সে আক্রান্ত বলে রিপোর্টে প্রকাশ।

ইজরায়েলের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, যদি কেউ বিদেশ ভ্রমণ করে দেশে ফেরেন, তাহলে সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের কাছে যেতে হবে। ইজরায়েলে মাঙ্কিপক্স ধরা পড়ার সঙ্গে সঙ্গে মধ্য প্রাচ্যে এই সংক্রমণ ধরা পড়ল।

আরও পড়ুন:  Viral: গর্ভ নিরোধক ওষুধের কামাল, স্তনের আকার নিয়ে বিস্ফোরক তরুণী

সুইজারল্যান্ডের ক্যান্টন অফ ব্রেনে ধরা পড়েছে মাঙ্কিপক্সের সংক্রমণ। সবকিছু মিলিয়ে মাঙ্কিপক্সের জেরে গোটা বিশ্ব জুড়ে হু হু করে বাড়তে শুরু করেছে আতঙ্কের পরিবেশ।